রংপুরের গঙ্গাচড়ায় পানিতে ডুবে যুবকের মৃত্যু

রংপুরের গঙ্গাচড়ায় পানিতে ডুবে যুবকের মৃত্যু

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়ায় রাজা মিয়া (৩৫) নামে এক যুবকের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টায় উপজেলার কোলকোন্দ ইউনিয়নের উত্তর কোলকোন্দ গ্রামের মীরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রাজা মিয়া ওই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছোটবেলা থেকেই রাজা মিয়া মৃগী রোগে ভুগছিলেন এবং মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন ছিলেন। ঘটনার দিন তিনি এলাকার বড়পিঠে গোসল করতে যান। একপর্যায়ে অসাবধানতাবশত গভীর পানিতে তলিয়ে যান।

স্থানীয় বাসিন্দা মমেদুল ইসলাম জানান, রাজা গোসল করতে নেমেছিলেন। কিছুক্ষণ পর দেখি তিনি গভীর পানিতে তলিয়ে যাচ্ছেন এবং হাত-পা ছুড়ছেন। আমি দ্রুত পানিতে ঝাঁপ দিই। কিন্তু পানির গভীরতা বেশি এবং তার শারীরিক গঠন সুঠাম হওয়ায় তাকে তুলতে পারিনি।

পরে স্থানীয় কয়েকজন দ্রুত ঘটনাস্থলে এসে রাজা মিয়াকে পানি থেকে উদ্ধার করেন। তবে ততক্ষণে তার মৃত্যু হয়। পরিবার সূত্রে জানা যায়, রাজা মিয়া দীর্ঘদিন মৃগী রোগে আক্রান্ত থাকায় শারীরিকভাবে দুর্বল ছিলেন এবং কোনো কাজ করতে পারতেন না। বাবা-মা না থাকায় তিনি ভাইবোনদের সাথেই বসবাস করতেন। এ ঘটনার পর থেকে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/156055