বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে সাউন্ড গ্রেনেড উদ্ধার

বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে সাউন্ড গ্রেনেড উদ্ধার

বান্দরবান শহরের একটি পাহাড়ি ঝিরি থেকে পরিত্যক্ত অবস্থায় দু’টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে বান্দরবান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাশেম পাড়া ঝিরিতে খেলতে গিয়ে কয়েকজন শিশু পলিথিনের শপিং ব্যাগ মোড়ানো অবস্থায় বোমা সদৃশ দু’টি গোলাকার বস্তু দেখতে পায়।

শিশুরা বড়দের খবর দিলে তারা এসে সেগুলো সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। বান্দরবানের পুলিশ সুপার মো. আবদুর রহমান এগুলো সাউন্ড গ্রেনেড বলে নিশ্চিত করেন। তিনি জানান, এগুলো বোমা বা মরণঘাতি কোন বিস্ফোরক নয়। সাধারণত মব বা উচ্ছৃঙ্খল জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ এসব সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।

কিভাবে পুলিশের এসব অস্ত্র ঝিরি-খালে পড়ে থাকে জানতে চাইলে তিনি বলেন, ২০২৪ এর ৫ আগস্ট বা তার আগে বা পরে বান্দরবান থানা আক্রান্ত হয়নি। ফলে বান্দরবানের কোন থানাকেই সাউন্ড গ্রেনেড ব্যবহার করতে হয়নি। সে কারণে এগুলো দেশের অন্য কোন এলাকা থেকে এখানে নিয়ে আসা হয়েছে বলে ধারণা করা হচ্ছে বলে জানান পুলিশ সুপার।

বিষয়টি নিয়ে জনগণকে উৎকন্ঠিত না হতে অনুরোধ জানিয়েছে পুলিশ।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/156047