বলিউড অভিনেতা রণবীর সিংয়ের বিরুদ্ধে মামলা দায়ের

বলিউড অভিনেতা রণবীর সিংয়ের বিরুদ্ধে মামলা দায়ের

বিনোদন ডেস্ক : কানতারা সিনেমায় তুলে ধরা লোকদেবতা সংস্কৃতি নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েছেন বলিউড অভিনেতা রণবীর সিং। কানতারা’র ‘দাইভা’ অনুকরণ করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে তার বিরুদ্ধে বেঙ্গালুরুর একটি থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটে ২০২৫ সালের ২৮ নভেম্বর গোয়ায় অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার সমাপনী অনুষ্ঠানে।

 

ইন্ডিয়া টুডে থেকে জানা যায়, অভিযোগপত্রে বলা হয়েছে, মঞ্চে উপস্থিত হয়ে রণবীর সিং পাঞ্জুরলি/গুলিগা দাইভার ঐশ্বরিক অভিব্যক্তি হাস্যরসাত্মক ও বিকৃত ভঙ্গিতে অনুকরণ করেন। একইসঙ্গে তিনি চাভুন্ডি দাইভাকে ‘নারী ভূত’ বলে উল্লেখ করেন, যা উপস্থিত দর্শক ও কানতারা: চ্যাপ্টার ওয়ান’–এর অভিনেতা ঋষভ শেঠ্টির সামনেই বলা হয়। অভিযোগ অনুযায়ী, তাকে এই ধরনের অনুকরণ না করতে অনুরোধ জানানো হলেও তিনি তা উপেক্ষা করেন।  


অভিযোগপত্রে বলা হয়েছে, মঞ্চে উপস্থিত হয়ে রণবীর সিং পাঞ্জুরলি/গুলিগা দাইভার ঐশ্বরিক অভিব্যক্তি হাস্যরসাত্মক ও বিকৃত ভঙ্গিতে অনুকরণ করেন। ছবি: সংগৃহীত

বেঙ্গালুরুভিত্তিক আইনজীবী প্রশান্ত মেথাল এই মামলাটি দায়ের করেন। তিনি নিজেকে চাভুন্ডি দাইভার ভক্ত এবং পারিবারিক দেবতা হিসেবে উল্লেখ করে বলেন, উপকূলীয় কর্ণাটকের ভূতা কোলা ঐতিহ্যে চাভুন্ডি দাইভা ন্যায়বিচার, সুরক্ষা ও নারীর ঐশ্বরিক শক্তির প্রতীক। দেবতাকে ‘ভূত’ বলে উল্লেখ করা হিন্দু ধর্মীয় বিশ্বাসের প্রতি চরম অবমাননা।

 

অভিযোগে আরও বলা হয়, রণবীর সিংয়ের আচরণ ছিল ইচ্ছাকৃত ও বিদ্বেষপ্রসূত, যার উদ্দেশ্য ধর্মীয় বিশ্বাসে আঘাত করা, ধর্মীয় অনুভূতি ক্ষুণ্ন করা এবং সামাজিক সম্প্রীতি নষ্ট করা। মামলাটি বেঙ্গালুরুর প্রথম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গৃহীত হয়েছে। মামলাটির পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে ৮ এপ্রিল। 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/156030