শীর্ষ তিনে না থাকলেও ব্যালন ডি’অরের প্রাপ্য ছিলেন দাবি রাফিনহার
স্পোর্টস ডেস্ক : মাঠের পারফরম্যান্সে যেমন উজ্জ্বল ছিলেন, ব্যক্তিগত পরিসংখ্যানেও ছিলেন অনন্য। তবুও ২০২৫ সালের ব্যালন ডি’অরের মঞ্চে উপেক্ষিত থাকতে হয়েছে বার্সেলোনার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহাকে। গত সেপ্টেম্বরে প্যারিসে অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানে ব্যালন ডি’অর জিতেন পিএসজি’র উসমান দেম্বেলে। অথচ সেই তালিকার শীর্ষ তিনেও জায়গা হয়নি রাফিনহার। যা নিয়ে এবার নিজের হতাশা ও ক্ষোভ প্রকাশ করলেন এই ব্রাজিলিয়ান তারকা।
জনপ্রিয় স্পোর্টস স্ট্যাটিস্টিকস প্ল্যাটফর্ম ‘সোফাস্কোর’কে দেওয়া এক সাক্ষাৎকারে রাফিনহা দাবি করেছেন, ব্যালন ডি’অর আসলে তার নিজেরই প্রাপ্য ছিল। দুর্দান্ত একটি মৌসুম কাটানোর পরও ভোটাভুটিতে পঞ্চম স্থানে থেকে সন্তুষ্ট থাকতে হয়েছে রাফিনহাকে। বিষয়টি মেনে নিতে কষ্ট হচ্ছে তার। রাফিনহা বলেন, ‘আমি অন্তত শীর্ষ তিনে থাকব বলে আশা করেছিলাম। তাই ফলাফল দেখে হতাশ হয়েছিলাম। সত্যি বলতে, আমি নিজেকেই প্রথম স্থানে রাখতাম।’
ব্যালন ডি’অর জয়ে চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্ব অনেক। গত মৌসুমে পিএসজিকে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর পাশাপাশি ট্রেবল জয়ে বড় ভূমিকা রেখেছিলেন উসমান দেম্বেলে। অন্যদিকে রাফিনহার বার্সেলোনা থেমেছিল সেমিফাইনালে। রাফিনহা স্বীকার করেন, ইউরোপ সেরার মুকুট না থাকাটাই হয়তো পিছিয়ে দিয়েছে তাকে। তিনি বলেন, ‘এই পুরস্কারের সঙ্গে এমন অনেক বিষয় জড়িত, যেগুলো আমার নিয়ন্ত্রণে নেই। তবে ব্যক্তিগত পুরস্কার কোনো একটি টুর্নামেন্টের ওপর নির্ভর করা ঠিক নয়। পুরো মৌসুমে যা করেছি, যে ট্রফিগুলো জিতেছি এবং মাঠে যে পারফরম্যান্স দেখিয়েছি সব মিলিয়ে আমি ব্যালন ডি’অরের যোগ্য ছিলাম।’
ভোটাভুটির ফলাফল যা-ই হোক, রাফিনহার নিজস্ব একটি র্যাঙ্কিং রয়েছে। তিনি জানান, পুরো মৌসুমের পারফরম্যান্স বিবেচনা করলে তিনি নিজেকেই প্রথম স্থানে রাখতেন। তার চোখে দ্বিতীয় সেরা সতীর্থ লামিনে ইয়ামাল, তৃতীয় পেদ্রি এবং ব্যালন ডি’অর জয়ী উসমান দেম্বেলেকে তিনি রাখতেন চতুর্থ স্থানে। গত মৌসুমে বার্সেলোনার হয়ে অবিশ্বাস্য ফর্মে ছিলেন রাফিনহা। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৬ ম্যাচে ৩৪ গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ২৫টি গোল। তার জাদুকরী পারফরম্যান্সে ভর করেই লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপারকোপা ঘরে তোলে বার্সেলোনা।
অন্যদিকে, ব্যালন ডি’অর জয়ী দেম্বেলে পিএসজির হয়ে ৫৩ ম্যাচে ৩৫ গোল করে দলকে ট্রেবল জেতান। শেষ পর্যন্ত ট্রফির পাল্লা ভারি থাকায় ব্যক্তিগত পরিসংখ্যানে এগিয়ে থেকেও কপাল পুড়েছে রাফিনহার। তবে পুরস্কার না পেলেও নিজের পারফরম্যান্স নিয়ে গর্বিত এই তারকা। তার ভাষায়, ‘ব্যক্তিগত পুরস্কার আমার মাঠের অর্জনকে মুছে দিতে পারবে না।’
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/156013