ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে : তারেক রহমান

ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে : তারেক রহমান

স্টাফ রিপোর্টার : দলের সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

আজ শনিবার বেলা সোয়া ১১টার দিকে বগুড়া নাজ গার্ডেন হলরুমে জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। এসময় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, আমি ও আপনারা আগে ম্যাডামের জন্য কাজ করেছি। এখন আমি দাঁড়িয়েছি। আপনারা কাজ করবেন। তিনি আরও বলেন, বগুড়ার সাতটি আসনেই আমাদের কর্মীদের বাড়ি বাড়ি যেতে হবে। শুধু ভোট চাইলেই হবে না, বগুড়া-৬ ও বগুড়া-৭ আসনে আগের চেয়ে আরও বেশি পরিশ্রম করতে হবে। 

সভায় বগুড়া জেলা বিএনপি’র জ্যেষ্ঠ নেতারা ছাড়াও সদর উপজেলা, শহর কমিটি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। দলীয় সূত্র জানায়, বগুড়া-৬ আসনে ধানের শীষের প্রার্থীর পক্ষে নির্বাচনি কৌশল ও সাংগঠনিক প্রস্তুতি চূড়ান্ত করতেই এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপি’র সভাপতি রেজাউল করিম বাদশা।

তারেক রহমান নেতাকর্মীদের সতর্ক করে বলেন, এবারের নির্বাচন চ্যালেঞ্জপূর্ণ হবে। ভোটারদের কাছে পৌঁছাতে হলে ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে। দলীয় প্রধান হিসেবে নিজের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি জানান, আগের মতো সময় দেওয়া বা বগুড়ায় অবস্থান করা তার পক্ষে সম্ভব হবে না। এ অবস্থায় প্রতিটি নেতাকর্মীকেই ধানের শীষের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব নিতে হবে। বগুড়ার মানুষের প্রতি নিজের আবেগ ও দায়বদ্ধতার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, বিএনপি সরকারে থাকাকালে বগুড়ার উন্নয়নে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। বিরোধী দলে থেকেও দুর্যোগকালীন সহায়তা ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। ভবিষ্যতে সরকার গঠন করতে পারলে বগুড়ার সার্বিক উন্নয়ন আরও গতিশীল হবে বলেও আশ্বাস দেন তিনি।

তিনি আরও বলেন, ভোটের দিন কেন্দ্রে উপস্থিত থেকে ভোট প্রদান নিশ্চিত করা এবং ফলাফল সংগ্রহ পর্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ জন্য সকল নেতাকর্মীকে সর্বোচ্চ সতর্ক ও সজাগ থাকার নির্দেশ দেন বিএনপি চেয়ারম্যান।

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/156002