জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রত্যাখ্যান করলেন নির্মাতা নিয়ামুল
করতোয়া বিনোদন: ২০২৩ সালের ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ প্রত্যাখ্যান করেছেন পরিচালক নিয়ামুল মুক্তা। ‘রক্তজবা’র চিত্রনাট্যের জন্য সেরা চিত্রনাট্যকার হিসেবে পুরস্কৃত পাওয়ায় বিষয়টি নিয়ে বিব্রত এ নির্মাতা। চলচ্চিত্রের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’। চলতি বছর গত ২৯ জানুয়ারি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করে। এ পুরস্কারের জন্য ২৮টি ক্ষেত্রে সর্বমোট ৩০ জন শিল্পী ও কলাকুশলীকে মনোনীত করেছে সরকার।২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিজয়ীর তালিকায় সেরা চিত্রনাট্যকার হিসেবে নাম থাকায় বিষয়টি নিয়ে শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে সংবাদমাধ্যমে কথা বলেন পরিচালক নিয়ামুল মুক্তা। তিনি বলেন, “আমার পরিচালিত ‘রক্তজবা’ সিনেমার চিত্রনাট্য লিখেছেন তাসনীমুল হাসান। এই কারণে আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কারটি গ্রহণ করবো না। এটি তাসনীমুল হাসান পাওয়ার দাবি রাখেন। ”
পরিচালক নিয়ামুল মুক্তা আরও বলেন, “জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য ‘রক্তজবা’ আমি যথাযথ নিয়ম মেনে জমা দিয়েছিলাম। সেখানে ভুল কীভাবে হয়েছে আমি বুঝতে পারছি না। আমি চাই না যে কেউ ভাবুক, আমি নিজের ক্রেডিট নিচ্ছি। এটা কোনোভাবেই সত্য নয়। আমি চাই প্রকৃত অবদান যার তিনিই এ পুরস্কার পান।”
এ প্রসঙ্গে চিত্রনাট্যকার তাসনীমুল হাসান বলেন, “আমাদের সিনেমা সেরা চিত্রনাট্য বিভাগে পুরস্কার জিতেছে, যা আমাদের জন্য সম্মানের। কিন্তু পরিচালক মুক্তার নাম প্রকাশ হওয়ায় আমরা সংশোধন চাই। নতুন করে সঠিক তালিকা প্রকাশ করা হোক, এটিই আমাদের প্রত্যাশা।”
প্রসঙ্গত, ২০২৩ সালের ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ তালিকায় শুধু সেরা চিত্রনাট্যকারের নামের ক্ষেত্রে ভুল হয়নি। আজীবন সম্মাননায় জীবিত তারকা ব্যক্তিত্বের নামের পরিবর্তে প্রয়াত প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদ (বামে) এবং বরেণ্য চিত্রগ্রাহক ও নির্মাতা আব্দুল লতিফ বাচ্চুর নাম ঘোষণা করা হয়েছে। দফতর খোলার পর বিষয়টি খতিয়ে দেখা হবে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155983