মাদারীপুরে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুর
মাদারীপুর পৌর শহরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের মধ্যে টানা দেড় ঘণ্টা ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শুক্রবার রাত ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত বটতলা, সবুজবাগ ও জেলা পরিষদ এলাকা ধ্বনিত হয়েছিল একাধিক ককটেল বিস্ফোরণের কারণে। সংঘর্ষের সময় দোকানপাটও ভাঙচুর করা হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে ঈদগাহ মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে বটতলা ও সবুজবাগ এলাকার কিশোরদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার বিকেলে সবুজবাগের ফাহিম জমাদ্দারকে মারধর করা হয়। সন্ধ্যা ৮টার দিকে আহত ফাহিমের পক্ষের কিশোররা, অনিক ও সাঈম জিলান গ্রুপের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে দেশীয় অস্ত্র ও ককটেল ব্যবহার করে সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষ চলাকালে আতঙ্ক সৃষ্টি হয় এলাকায়। ককটেল বিস্ফোরণের কারণে স্থানীয় বাসিন্দারা ভীতসন্ত্রস্ত হন। বটতলা ও জেলা পরিষদ এলাকার অনেক দোকানপাটে ভাঙচুর চালানো হয়। দ্রুত ঘটনাস্থলে পুলিশ, সেনা ও র্যাব-৮ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা বাহিনী সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম আজাদ জানান, দীর্ঘদিন ধরে বটতলা ও সবুজবাগ এলাকার কিশোরদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত হস্তক্ষেপ করায় বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। সংঘর্ষের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155968