জয়পুরহাটের বালিঘাটায় সরকারি রাস্তার গাছ কেটে বিক্রির অভিযোগ
বাগজানা (জয়পুুরহাট) প্রতিনিধি: পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের, কচুর লতিহাটি মোড় থেকে পাটাবুকা আখড়া ঘাট পর্যন্ত সরকারি রাস্তার তিনটি গাছ অবৈধভাবে কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে পঁশ্চিম বালিঘাটা গ্রামের এনামুল হক বাবুর বিরুদ্ধে। এনামুল ওই গ্রামের মৃত এরফান আলী প্রামানিকের পুত্র। গতকাল বৃহস্পতিবার সকালে গাছগুলো কাটার সময় স্থানীয় জনতা বাধা দিলে গাছ কাটা বন্ধ করেন তিনি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ঐ রাস্তায় লাগানো কদম ও ইউক্যালিপটাস গাছ গোপনে এক ব্যক্তির কাছে ১২ হাজার টাকায় বিক্রি করে দেন। সকালে গাছগুলো কাটার সময় স্থানীয়রা বাধা দেয়। পরে উপজেলা বন বিভাগের কর্মকতা গাছগুলো জব্দ করেন।
পাটাবুকা গ্রামের নুর জাহিরুল ইসলাম জানান, তিনিসহ মোখলেছার নামে একজন ব্যক্তি রাস্তায় গাছ তিনটি রোপন করেন এবং কোন সময় রাস্তার চলাচলের কারনে গাছ কর্তনের প্রয়োজন হলে তা বিক্রি করে স্থানীয় ঈদগাহ মাঠে দেওয়ার কথা ছিল। কিন্তু সকালে দেখি এনামুল হক বাবু গাছগুলো তাদের সমিতির বলে বিক্রি করেছে।
সমিতির সদস্য এনামুল হক বাবু বলেন, আখড়া ঘাটের ব্রিজের নির্মাণ কাজের জন্য সমস্যা হওয়ায় ঠিকাদারের অনুরোধের কারণে সমিতির রেজুলেশন এর মাধ্যমে গাছ বিক্রি করার সিদ্ধান্ত হয়। তবে আমি সমিতির সভাপতি নই, একজন সদস্য মাত্র।
ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি সাজ্জাদ হোসেন বলেন, আমরা ব্রিজ করবো নদীতে। সেখানে সরকারী রাস্তার গাছের সাথে আমাদের কোন সম্পর্ক নেই। উপজেলা বন কর্মকর্তা মহিউদ্দিন বলেন, আমরা ঘটনাস্থল থেকে গাছগুলো জব্দ করেছি। এ ঘটনায় বন বিভাগের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155964