সিরাজগঞ্জে লড়ছেন দুই নারী প্রার্থী

সিরাজগঞ্জে লড়ছেন দুই নারী প্রার্থী

সিরাজগঞ্জ  জেলা প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী বিভাগে ৩৯টি আসনে মোট প্রার্থী ২০৩জন। এদের মধ্যে নারী প্রার্থী ৭ জন। সিরাজগঞ্জ জেলার মোট ৬টি আসনে ৩৯জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে ২জন নারী প্রার্থী ভোটের লড়াইয়ে নেমেছেন।

এর মধ্যে সিরাজগঞ্জ-১ (কাজিপুর-সিরাজগঞ্জ সদরের একাংশ) আসনে গণ অধিকার পরিষদ (জিপিও) থেকে মনোনীত হয়ে ট্রাক প্রতীকে লড়াই করছেন সোনালী আক্তার মল্লিকা। তিনি সিরাজগঞ্জ জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব। তিনি সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের রুপেবের গ্রামের আমজাদ হোসেনের মেয়ে। 

সোনালী আক্তার মল্লিকা বলেন, আমি সাধারণ কৃষক পরিবারের সন্তান। জনসেবার ব্রত নিয়ে রাজনীতিতে এসেছি। নির্বাচনে জয়ী হলে নদী ভাঙ্গন, কৃষিক্ষেত্রে আধুনিকায়ন ও চরাঞ্চলের উন্নয়নসহ ভাঙ্গন কবলিত  এ অঞ্চলের উন্নয়নের কাজ করতে চাই।

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি-রব) থেকে মনোনীত হয়ে তারা প্রতীক নিয়ে লড়ছেন ইলোরা খাতুন। তিনি (জেএসডি) কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক ও শাহজাদপুর উপজেলা আহবায়ক। তিনি শাহজাদপুর পৌর শহরের পাড়কোলা মহল্লার আব্দুর সাত্তারের মেয়ে। তিনি বলেন, আমার বাপ-দাদা রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তাদের অনুপ্রেরণায় রাজনীতিতে এসেছি। এখন সাধারণ মানুষের পাশে থাকতে চাই।

এ দুই নবীন প্রার্থী নিজ প্রতীকের পক্ষে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন। ভোটারদের দিচ্ছেন সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত নতুন সমাজ গঠনের প্রতিশ্রুতি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155957