ঠাকুরগাঁওয়ের হরিপুরে যুবসমাজের উদ্যোগে রাস্তা নির্মাণ

ঠাকুরগাঁওয়ের হরিপুরে যুবসমাজের উদ্যোগে রাস্তা নির্মাণ

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে প্রায় ৫৫ বছর পর ফালডাঙ্গী দস্তমপুর গ্রামে নোনা খালের বুকে জেগে উঠা চরে ৪শ’ মিটার সরকারি রাস্তা ফিরে পেল গ্রামবাসী। রাস্তায় চলাচলের জন্য গ্রামের যুবসমাজের উদ্যোগে স্বেচ্ছায় শ্রম ও অর্থ দিয়ে রাস্তা সংস্কারের কাজ শুরু করেছে তারা। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে ফালডাঙ্গী গ্রামে সরেজমিনে গিয়ে জানা যায়, এক সময় ওই ৪শ’ মিটার রাস্তা নুনা খালের গর্ভে বিলীন হয়ে যায়।

গত দুই বছর আগে সরকারিভাবে ওই নোনা খাল সংস্কার করা হয়। ফলে ক্যানেলের দুই ধারে জলাবদ্ধতার অবসান ঘটে। এতে গ্রামের ওই ৪শ’ মিটার রাস্তাসহ কৃষকের ব্যাপক কৃষি জমি চাষাবাদের উপযোগী হয়ে উঠে।

ফালডাঙ্গী গ্রামের আলতাফুর বলেন, নুনার খাল সংস্কার করায় প্রায় ৫৫ বছর পর এই রাস্তাটি আমরা ফিরে পেলাম। কিন্তু রাস্তা নির্মাণ ও সংস্কারের সরকারি কোন বরাদ্দ না পেয়ে গ্রামের যুবসমাজের নেতৃত্বে গ্রামবাসীর নিকট থেকে অর্থ সংগ্রহ করে স্বেচ্ছায় শ্রম দিয়ে আমাদের চলাচলের জন্য রাস্তা সংস্কার ও নির্মাণের কাজ করছে গ্রামের যুবকরা।

যুবক সুজন বলেন, এই রাস্তা ও নোনা খালের উপর একটি ব্রিজের অভাবে বর্ষাকালে গ্রামে কোন মানুষ মারা গেলে দাফনের জন্য লাশ কলার ভেলায়  ভাসিয়ে গোরস্থানে নিয়ে যেতে হয়। এই রাস্তাটি পুনরায় নির্মাণ এবং নোনা খালের উপর একটি ব্রিজ হলে খালের এপার ওপারে তিনটি গ্রামের প্রায় ৩ হাজার মানুষের দীর্ঘ দিনের দুঃখ ঘুচবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155955