বগুড়ার কাহালুতে ভলিবল টুর্নামেন্টে শেরপুর গুড মর্নিং ভলিবল ক্লাব চ্যাম্পিয়ন
বগুড়ার কাহালু উপজেলার মহিষামুড়া যুব সমাজ আয়োজিত ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ শুক্রবার (৩০ জানুয়ারি) স্থানীয় ভলিবল মাঠে অনুষ্ঠিত হয়। ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপলক্ষে মহিষামুড়া গ্রামের শিশু কিশোরদের নিয়ে বিভিন্ন খেলাধুলারও আয়োজন করা হয়৷
ফাইনালে শেরপুর গুড মর্নিং ভলিবল ক্লাব চ্যাম্পিয়ন এবং সরকারি আজিজুল হক কলেজ দল রানার্সআপ হয়। মহিষামুড়া যুব সমাজের আহবায়ক ও আয়োজক কমিটির সদস্য সচিব শাকিব খান জানান -মাসব্যাপি এই টূর্ণামেন্টে বগুড়া জেলার বিভিন্ন এলাকার ৮টি দল অংশ নেয়। খেলা শেষে চ্যাম্পিয়ন, রানার্সআপ ও অন্যান্য ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া খেলোয়াড় ও দলের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর, জামিলনগর যুব সংঘের প্রতিষ্ঠাতা ও সভাপতি এরশাদুল বারী এরশাদ। বরেণ্য অতিথি ছিলেন বগুড়া ভলিবল কল্যাণ সমিতির সভাপতি এশিয়া ট্রেডার্সের স্বত্বাধিকারী ফাতিন নূর সুদ্ধ। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নামুজা এস এস আই সিনিয়র ফাযিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাও মো. রোস্তম আলী।
এছাড়াও অনুষ্ঠানে আরও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি মো. ফরহাদ হোসেন (লাল মিয়া), সাংগঠনিক সম্পাদক মো. আয়েন উদ্দিন তুষার। মাঠ পরিচালনায় ছিলেন মাহফুজুল ইসলাম শামিম ও আব্দুল্লাহ আল নোমান।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155950