তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান আবু সাঈদের বাবা
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: জুলাই আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহিদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় পীরগঞ্জের জাফরপাড়া বাবনপুর গ্রামে পৌঁছে শহিদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন তারেক রহমান।
জিয়ারত শেষে তিনি আবু সাঈদের বাবা মকবুল হোসেন, মা বেগম মনোয়ারা বেগম, ছোট বোন সুমি খাতুন, বড় ভাই বকুল মিয়া, রমজান আলী, আবু হোসেনসহ পরিবারের সদস্যদের সাথে কুশলাদি বিনিময় করেন। তারেক রহমান পরিবারের সকল সদস্যদের কথা মনোযোগ সহকারে শুনেন।
এ সময় মকবুল হোসেন তারেক রহমানকে জানান, আমরা দোয়া করি আপনি প্রধানমন্ত্রী হন। আল্লাহ যদি আপনাকে সম্মান দেয়, যদি ক্ষমতায় আসতে পারেন, তাহলে অবহেলিত উত্তরাঞ্চলের উন্নয়ন করবেন, কর্মসংস্থান তৈরি করবেন, পীরগঞ্জে ভালো হাসপাতাল নেই, একটা হাসপাতালের ব্যবস্থা করবেন।
আবু সাঈদসহ সকল শহিদ হত্যার বিচার করবেন, যারা দোষী তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসবেন। পরিবারের সদস্যরা জানান, আবু সাইদের নামে একটি মসজিদ করার জন্য আমরা সরকারের কাছে আবেদন করেছি, দীর্ঘদিন হয়ে গেলেও তা বাস্তবায়ন হয়নি। শিল্প কলকারখানা স্থাপন করে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে আমাদের অবহেলিত উত্তরাঞ্চলের হতদরিদ্র মানুষের ভাগ্যের উন্নয়ন করবেন আমরা এমনটাই প্রত্যাশা করছি।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য দিনাজপুর-৬ (বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট, হাকিমপুর) আসনের বিএনপি’র প্রার্থী ডাক্তার এ.জেড.এম জাহিদ হোসেন, রংপুর জেলা বিএনপির আহবায়ক ও রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের বিএনপি’র প্রার্থী সাইফুল ইসলাম, সাবেক সংসদ সদস্য নূর মো: মন্ডলসহ অনেকেই উপস্থিত ছিলেন।
এরপর তারেক রহমান স্থানীয় জাফরপাড়া মাদ্রাসায় সাইফুল ইসলামকে পরিচয় করিয়ে দিয়ে বলেন, আমি সাইফুলকে আপনাদের কাছে রেখে গেলাম। আপনারা আগামী ১২ তারিখ সাইফুলকে ধানের শীষে ভোট দিয়ে জয়ী করবেন। তারেক রহমান বলেন, বহুদিন পরে এসেছি, আপনাদের কি মনে আছে? আমি শীতের সময় আসতাম মানুষজনকে কম্বল দিতাম, আপনাদের কম্বল দিয়ে গিয়েছিলাম।
তিনি উপস্থিত নেতাকর্মীদের প্রশ্ন করেন, সাইফুলকে ধানের জিতিয়ে আনতে পারবেন? ইনশাআল্লাহ, আগে যেমন সাইফুল এলাকার উন্নয়নে কাজ করেছে, এবার সাইফুলকে ধানের শীষে জিতিয়ে আনলে আগের মতই কাজ হবে ইনশাআল্লাহ।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155949