বগুড়ার ধুনটে বরই খাওয়ানোর কথা বলে শিশুকে ধর্ষণ
ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট উপজেলায় বরই খাওয়ানোর কথা বলে বাড়ির পাশে কলা বাগানে নিয়ে ছয় বছরের শিশুকে ধর্ষণ করেছে এক কিশোর। এ ঘটনায় আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে ওই শিশুর বাবা বাদি হয়ে বখাটের বিরুদ্ধে ধুনট থানায় মামলা দায়ের করেন।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই কিশোর গত মঙ্গলবার বিকেল ৫ টার দিকে ওই শিশুকে বরই খাওয়ানোর কথা বলে কৌশলে বাড়ির পাশে কলা বাগানের ভেতর নিয়ে ধর্ষণ করে।
এসময় অতিরিক্ত রক্তক্ষরণে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। তখন অবস্থা বেগতিক ভেবে ধর্ষণকারী কিশোর কলা বাগানের ভেতর শিশুটিকে ফেলে রেখে কৌশলে সটকে পড়ে। পরে শিশুটির পরিবারের লোকজন এ বিষয়টি টের পেয়ে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা করান।
তবে শিশুটির অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার এসআই মুনজুর মোর্শেদ মন্ডল বলেন, এ মামলার আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155947