দিনাজপুরের বিরলে নালা থেকে লাশ উদ্ধার
বিরল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরলে নালার (জলাধার) পানি থেকে আমিনুল ইসলাম (৫৮) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে বাড়ির পাশে থাকা নালা থেকে লাশটি উদ্ধার করা হয়। তিনি উপজেলা সদর ইউনিয়নের মুখলিশপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত শুকুর মোহাম্মদের ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, আমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। তাদের ধারণা সকাল থেকে দুপুরের মধ্যে যেকোনো সময় প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে নালায় থাকা পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে। পুলিশের পক্ষ থেকে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুতপূর্বক পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155930