৮২ বছর বয়সেও চ্যাম্পিয়ন রানী হামিদ

৮২ বছর বয়সেও চ্যাম্পিয়ন রানী হামিদ

বয়সটা যে কেবলই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করলেন বাংলাদেশের দাবার জীবন্ত কিংবদন্তি রানী হামিদ। ৮২ বছর বয়সেও দাবা বোর্ডে প্রতিপক্ষকে ঘায়েল করে আবারও শিরোপা উল্লাসে মাতলেন তিনি। তার দল বাংলাদেশ আনসার ও ভিডিপি গতকাল মহিলা দাবা লিগে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

লিগে হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাংলাদেশ আনসার ও বাংলাদেশ নৌবাহিনী উভয় দলই ৭ খেলায় ১৩ পয়েন্ট অর্জন করে। তবে গেম পয়েন্টের ব্যবধানে ভাগ্য নির্ধারিত হয়। ২৪ গেম পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয় আনসার, আর ২২.৫ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় নৌবাহিনীকে।

 

আনসারের হয়ে ৪টি ম্যাচ খেলে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ। গতবার পুলিশের হয়ে লিগ জেতা এই কিংবদন্তি বলেন, ‘শরীর ও মাথা ঠিক থাকলে খেলা কোনো সমস্যা নয়। ফেব্রুয়ারিতে ৮৩-তে পা দেব। যতদিন সুস্থ থাকব, খেলে যাব।’

চ্যাম্পিয়ন আনসারের হয়ে রানী হামিদ ছাড়াও খেলেছেন নুশরাত জাহান আলো, শারমীন সুলতানা শিরিন, জান্নাতুল ফেরদৌস, নীলাভা চৌধুরী ও ওমনিরা বিনতে ইউসুফ। অন্যদিকে রানার্সআপ নৌবাহিনীর হয়ে লড়েছেন ওয়ালিজা, ওয়াদিফা, নোশিন, ওয়ারসিয়া ও জারিন তাসনিম।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155928