আলিয়া ভাটের নতুন সিনেমা ‘ডোন্ট বি শাই’

আলিয়া ভাটের নতুন সিনেমা ‘ডোন্ট বি শাই’
বলিউডের বর্তমান প্রজন্মের আলোচিত মুখ আলিয়া ভাট নতুন বছরে দর্শকদের জন্য চমক নিয়ে হাজির হচ্ছেন। প্রযোজক হিসেবেও নিজের দক্ষতা প্রমাণ করেছেন আলিয়া, এবার তার প্রযোজনা সংস্থা এটারনাল সানসাইন-এর ব্যানারে নতুন সিনেমা ‘ডোন্ট বি শাই’ তৈরি হতে চলেছে। সিনেমার মূল কাহিনি আবর্তিত হয়েছে কুড়ি বছর বয়সি এক তরুণীর চারপাশে, যার জীবন একেবারে ‘পিকচার পারফেক্ট’, কিন্তু আচমকাই ঘটে এক অপ্রত্যাশিত ঘটনা। এই ঘটনা তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়, আর তার পরবর্তী যাত্রা অ্যামাজন প্রাইম ভিডিওতে দর্শকরা দেখতে পাবেন।
 
আলিয়া ভাট অকপটভাবে বলেছেন, “রোম্যান্সে এত লজ্জার কিছু নেই।” তার মন্তব্য থেকেই স্পষ্ট যে সিনেমায় বয়ঃসন্ধিকালের প্রেম, রোম্যান্স এবং বিরহ মুখরোচক সব উপকরণ থাকবে। শ্রীতি মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে আলিয়ার দিদি শাহিন ভাটও প্রযোজক হিসেবে রয়েছেন।
 
আলিয়া প্রযোজক হিসেবে কখনোই বক্স অফিসের সংখ্যা নিয়ে চিন্তিত হননি। বরং কন্টেন্টকে সর্বাগ্রে রাখার নীতি তিনি মেনে চলেন। তার প্রযোজনা সংস্থার আগের কাজগুলো যেমন ‘পোচার’ ও ‘ডার্লিং’ ছিল বাস্তব ঘটনা ও সমাজ সচেতনতার সঙ্গে যুক্ত। এবার তিনি নবীন প্রজন্মের প্রেম ও বিরহের গল্প নিয়ে দর্শকের সামনে হাজির হতে চলেছেন।
 
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155923