দীর্ঘদিন পর বগুড়ায় তারেক রহমান : বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে জুমার নামাজ আদায়
দীর্ঘ ১৯ বছর পর নিজ পিতৃভূমিতে এসে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ ( ৩০ জানুয়ারি ) বগুড়া বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে জুমার নামাজ আদায় করেন।
এসময় জুমার নামাজকে ঘিরে মসজিদ প্রাঙ্গণ ও আশপাশ এলাকায় সাধারণ মুসল্লিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সেখানে তিনি মা খালেদা জিয়া ও দেশবাসীর জন্য মোনাজাত করেন।
পরে তিনি বলেন, “এই মসজিদের কাজ আমিই শুরু করেছিলাম কিন্তু মাঝপথে নানা প্রতিকূলতা এবং দেশের বাইরে থাকায় বাকীটা করতে পারিনি। আমি এখন এই মসজিদের বাকী কাজসহ বগুড়ার আধুনিক মসজিদ হিসাবে গড়ে তুলব, ইনশাআল্লাহ। ”
পরে বেলা ২ টার দিকে তারেক রহমান নির্বাচনি জনসভায় অংশ নিতে রংপুরের উদ্দেশ্য রওনা হন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155899