বিয়ের ২ মাস পর প্রেমিকের সঙ্গে পালালেন স্ত্রী, লজ্জায় প্রাণ দিলেন স্বামী ও ঘটক!
আন্তর্জাতিক ডেস্ক : বিয়ের মাত্র দুই মাস পরই স্বামীর ঘর ছেড়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন তরুণী। এ ঘটনায় মানসিক আঘাত সইতে না পেরে স্বামী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ভারতের কর্ণাটকে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, দুই মাস আগে কর্ণাটকে সরস্বতী নামের তরুণীকে বিয়ে করেন হরিশ নামের তরুণ। তবে প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার ঘটনায় মানসিক আঘাত সইতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন। একই ঘটনায় বিয়ের ঘটক ও সরস্বতীর চাচা রুদ্রেশও আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেফতায় হয়ে কারাগারে আছেন সরস্বতী।
জানা গেছে, গত ২৩ জানুয়ারি মন্দিরে যাওয়ার কথা বলে স্বামীর বাড়ি থেকে বের হন সরস্বতী। এরপর দীর্ঘ সময় বাড়ি না ফেরায় পরিবারের পক্ষ থেকে নিখোঁজ ডায়েরি করা হয়।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, সরস্বতী শিবকুমার নামে তার পূর্ব-পরিচিত প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন।
খবর পেয়ে ৩০ বছর বয়সি হরিশ দায়ীদের নাম উল্লেখ করে একটি সুইসাইড নোট লিখে আত্মহত্যা করেন। হরিশের মৃত্যুর পর ঘটনায় মানসিক আঘাত পেয়ে ঘটক রুদ্রেশও (৩৬) আত্মহত্যা করেন।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, সরস্বতীর সঙ্গে শিবকুমারের সম্পর্কের কথা হরিশ আগে থেকেই জানতেন। তারপরও সরস্বতীর পরিবারকে রাজি করিয়ে তাকে বিয়ে করেন হরিশ। এই বিয়ের ব্যবস্থা করেছিলেন রুদ্রেশ।
দাভানগেরে পুলিশ সুপার উমা প্রশান্ত বলেন, দুইপক্ষের অভিযোগের ভিত্তিতে দুটি মামলা দায়ের করা হয়েছে, তদন্ত চলছে। প্রাথমিকভাবে জানা গেছে, মানসিক আঘাত সইতে না পেরে দুজন আত্মহত্যা করেছেন।