দিনাজপুরের নবাবগঞ্জে বেড়েছে ভূট্টা ও সরিষা চাষ, কমেছে আলু

দিনাজপুরের নবাবগঞ্জে বেড়েছে ভূট্টা ও সরিষা চাষ, কমেছে আলু

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে চলতি রবি মৌসুমে ভূট্টা ও সরিষার চাষ বেড়েছে। কমেছে আলুর চাষ। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাহিদুল ইসলাম ইলিয়াস জানান, চলতি রবি মৌসুমে উপজেলায় ৫ হাজার ৩৭০ হেক্টর জমিতে ভূট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও নির্ধারিত লক্ষ্যের চেয়ে ৩ হেক্টর জমিতে বেশি ভূট্টা চাষ হয়েছে।

সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৩৫০ হেক্টর জমি। সেখানে চাষ হয়েছে ১ হাজার ৭১০ হেক্টর জমি। আলু চাষের লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ৫৩২ হেক্টর জমি। সেখানে চাষ হয়েছে ১ হাজার ৪১৫ হেক্টর জমি। যে জমি আলু চাষে কমেছে ওই জমিতে চাষ হয়েছে সরিষার।

তিনি জানান, উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ভূট্টা হেক্টর প্রতি ১২.২ মে. টন সরিষা হেক্টর প্রতি ১.৫৬ মে. টন আর আলু হেক্টর প্রতি ১৮.২ মে. টন। এসব ফসল চাষে চাষিদেরকে নিয়মিত পরামর্শ প্রদান করা হচ্ছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155873