আমরা আগের মত পেশী শক্তির রাজনীতিতে ফিরতে চাই না : আখতার হোসেন

আমরা আগের মত পেশী শক্তির রাজনীতিতে ফিরতে চাই না : আখতার হোসেন

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব ও রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে শাপলা কলি প্রতীকের প্রার্থী আখতার হোসেন বলেছেন, গোটা বাংলাদেশে যে সহিংসতার রাজনীতি শুরু হয়েছে, এখন তারেক রহমানকেই দায়িত্ব নিয়ে সে সহিংসতার রাজনীতি বন্ধ করতে হবে।

আমরা আগের মত করে আর ফ্যাসিবাদের রাজনীতি, পেশী শক্তির রাজনীতিতে ফিরতে চাই না। গতকাল বৃহস্পতিবার রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের খোপাতি গ্রামে শাপলা কলির নির্বাচনি উঠান বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

আখতার হোসেন বলেন, ২০১৮ তে নোয়াখালীর সুবর্ণচরে নৌকায় ভোট না দেওয়ায় এক নারীকে যেভাবে ধর্ষণ করা হয়েছিল একই ঘটনার পুনরাবৃত্তির দিকে বিএনপি যাচ্ছে। তারা অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছে। নারীদের পোশাক খুলে ফেলার কথা বলছে। এটা অত্যন্ত গর্হিত একটা অপরাধ। এসময় বিএনপির নেতৃবৃন্দকে নির্বাচনে সংযত হয়ে আওয়ামী লীগের স্টাইলে না নতুন বাংলাদেশের যে রাজনীতি সেভাবে নির্বাচনি প্রচারণায় অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

নেতাকর্মী ও সমর্থকদের উপর নির্যাতনের বিষয়ে তিনি বলেন, গোটা বাংলাদেশের মত আমাদের রংপুর-৪ আসনে বিএনপির নেতাকর্মীদের সমর্থন নাই। তাই তারা জনগণ, এনসিপি ও জামায়াতের নেতাকর্মীদের উপরে ভয়ানকভাবে আক্রমণের পথ বেছে নিয়েছে। এসময় অবিলম্বে পীরগাছার ইটাকমারি মমিন বাজারে বিএনপির যেসব নেতাকর্মী শাপলাকলির সমর্থক এবং জামায়াতের নেতাকর্মীদের হামলা করেছে তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।

আখতার হোসেন আরও বলেন, নেতাকর্মীদের নিয়ে আমি সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে, যে রেসপন্স পাচ্ছি তাতে আমরা আশাবাদী যে আগামী ১২ তারিখে কাউনিয়া ও পীরগাছা আসনে শাপলাকলি বৃহৎ ব্যবধানে বিজয় অর্জন করবে। এসময় উপস্থিত ছিলেন- জামায়াতের উপজেলার আমির আব্দুস সালাম সরকার, এনসিপি জেলার যুগ্ম সমন্বয়ক আবু রেজা, উপজেলার প্রধান সমন্বয়ক সাইদুল ইসলাম প্রমুখ।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155871