সিরাজগঞ্জের রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকার চালক নিহত

সিরাজগঞ্জের রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকার চালক নিহত

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জে ষোলমাইল জোর ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকার চালক নিহত হয়েছেন। এঘটনায় গাড়িতে থাকা অপর দুই সাবেক সেনা সদস্য গুরুতর আহত হয়েছেন।

নিহত গাড়ি চালক ঢাকার সবুজবাগ থানার রাজারবাগ বাসবা এলাকার আব্দুল বারিকের ছেলে আব্দুল্লাহ(৪৮)। আহত সাবেক সেনা সদস্যরা হলেন- নাটোর জেলার বাগাদিপাড়া থানার নওহাটা গ্রামের ওবাইদুর রহমানের ছেলে সাহেদুজ্জামান(৪০) ও রাজবাড়ি জেলার রাজবাড়ি থানার বড়লক্ষিপুর গ্রামের দবির উদ্দিনের ছেলে মুকুল হোসেন(৪২)।

এবিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, গত বুধবার রাত ১১টায় বগুড়া থেকে ঢাকাগামী আব্দুল্লাহর প্রাইভেটকারে অপর একটি গাড়ি সজোরে ধাক্কা দিলে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা খায়।

এতে গাড়িরচালক ঘটনাস্থলেই নিহত হন এবং গাড়িতে থাকা সাবেক দুই সেনা সদস্য মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155867