বগুড়ায় বেগম খালেদা জিয়ার কর্মময় জীবন ও সংগ্রামের ছবির প্রদর্শনীতে দর্শনার্থীদের ভিড়
স্টাফ রিপোর্টার : ইতিহাসের সাক্ষী হয়ে থাকা শত ফ্রেমের মাঝে ভেসে উঠছে বাংলাদেশের রাজনৈতিক সংগ্রাম, উত্থান আর এক লড়াকু নারীর বর্ণাঢ্য জীবনগাঁথা। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম এবং তাঁর জীবনের না বলা গল্প নিয়ে বগুড়ার ঐতিহাসিক শহীদ খোকন পার্কে বিকেলে শুরু হয়েছে দুই দিনব্যাপী এক বিশেষ আলোকচিত্র প্রদর্শনী।

বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি-ঢাকা’র আয়োজনে বেগম খালেদা জিয়ার ত্যাগ ও দীর্ঘ রাজনৈতিক পথচলা নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরতেই দেশব্যাপী এই পর্যায়ক্রমিক প্রদর্শনটি তুলে ধরা হচ্ছে।
আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই প্রদর্শনীর উদ্বোধন করেন বগুড়ার সাবেক পৌর মেয়র এড. একেএম মাহবুবর রহমান। তিনি বেগম জিয়ার সাথে তার কর্মজীবনের বিভিন্ন অভিজ্ঞতার দিক তুলে ধরে বলেন ‘বেগম জিয়া একজন অনবদ্য রাজনৈতিক চরিত্রের নাম। তিনি অত্যন্ত সৎ ও সাদাসিধা মানুষ ছিলেন।
ব্যক্তিগত ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে ওঠে তিনি মানুষ দেশ ও জনগণের কল্যাণে কাজ করেছেন। একজন রাজনীতিবিদ হিসেবে তিনি অত্যন্ত সফল ও সার্থক।’ বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটির সাধারণ সম্পাদক সুজন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। তিনি বলেন, এই প্রদর্শনী কেবল ছবির সমাহার নয়, বরং বাংলাদেশের গণতন্ত্র রক্ষার সংগ্রামের এক জীবন্ত দলিল।
বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটির প্রধান উপদেষ্টা, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন ভার্চুয়ালি বক্তব্যে এই আয়োজনের জন্য সংগঠনটিকে ধন্যবাদ জানান।
প্রদর্শনী প্রাঙ্গণে প্রবেশ করলেই চোখে পড়ছে সারি সারি ফ্রেম। যেখানে স্থান পেয়েছে বেগম জিয়ার সাদাসিধা জীবন, রাজনীতিতে পদার্পণ, স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং পরবর্তীতে তিনবারের সফল প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের বিরল সব মুহূর্ত। শতাধিক ছবির এই সংগ্রহে এমন অনেক আলোকচিত্র রয়েছে, যা সাধারণ মানুষের চোখের আড়ালে ছিল দীর্ঘকাল।
বিশেষ করে নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে রাজপথের সেই তেজোদীপ্ত ছবিগুলো তরুণ প্রজন্মের দর্শকদের বিশেষভাবে আপ্লুত করছে। স্থিরচিত্রের পাশাপাশি প্রদর্শনীর একটি বড় অংশ জুড়ে রয়েছে তার আন্তর্জাতিক সফরের বিভিন্ন মুহূর্ত এবং সাধারণ মানুষের সাথে তার নিবিড় সংযোগের চিত্র। এছাড়া তার জীবন ও সংগ্রামের ওপর নির্মিত একটি ভিডিও ডকুমেন্টরি প্রদর্শিত হচ্ছে, যা আয়োজনে ভিন্ন মাত্রা যোগ করেছে।
জাসাস বগুড়া শহর শাখার সাবেক সাধারণ সম্পাদক রাশিদুজ্জামান পিয়াসের সঞ্চালনায় এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা ও দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক, বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সরকার সন্ধান ।
দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক বলেন, খালেদা জিয়া দেশের জন্য কি করে গেছেন তা তুলে ধরা হয়েছে এই চিত্র প্রদশনীর মাধ্যমে যা নতুন প্রজন্মকে জানতে সহায়তা করবে। জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম বলেন, এই দেশের জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন বেগম খালেদা জিয়া । তার অসাধারণ কর্মকর্ম জীবন এই আলোকচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ, শহর শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক রিমন রহমান, সাবেক ছাত্রনেতা সাব্বির হুসাইন বাবলু, সৈয়দ আব্দুল গফুর দারা ও মোস্তফা হানিফ সোহাগসহ বগুড়া জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আরও উপস্থিত ছিলেন বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটির যুগ্ম সাধারণ সম্পাদক এম আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম জনি ও নাট্য সম্পাদক বিভান বাদল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ফাইজুল ইসলাম নীল। বক্তব্য শেষে অতিথিবৃন্দ আলোকচিত্রগুলো ঘুরে দেখেন।
আয়োজকরা জানান, ঢাকা, বরিশাল, খুলনা ও রংপুরের পর আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) একযোগে সিলেট ও বগুড়ায় অনুষ্ঠিত হচ্ছে। আয়োজিত এই প্রদর্শনী শুক্রবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ১০টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। এরপর রাজশাহী ময়মনসিংহ, ফেনী, চট্রগ্রাম ও কক্সবাজারে এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
আয়োজকদের প্রত্যাশা, এই শত আলোকচিত্রের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়ার আপসহীন সংগ্রামী ইমেজ দর্শনার্থীদের হৃদয়ে দীর্ঘস্থায়ী ছাপ রেখে যাবে। উল্লেখ্য,এই প্রদর্শনীর ট্রান্সপোর্ট সহযোগিতা করছে করতোয়া কুরিয়ার সার্ভিস।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155865