সমাবেশ রাতে হলেও বিকেল থেকে বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠ পরিপূর্ণ
স্টাফ রিপোর্টার : বগুড়ায় তারেক রহমানের জনসভাকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দিনভর বগুড়ায় রাজনৈতিক উৎসবের আমেজ বিরাজ করেছে। বিএনপির চেয়ারম্যান তার নিজ পিতৃভূমিতে আসছেন এমন সংবাদে দূরদূরান্ত থেকে এসেছেন বিএনপি প্রেমীরা। ধানের শীষ প্রতীক নিয়ে দুপুরের আগ থেকে বিভিন্ন এলাকা থেকে বিএনপি প্রেমীরা বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে এসে অবস্থান নেন।

আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে একাধিক ব্যক্তিকে দেখা গেছে যাদের শরীর ঢেকে দেওয়া ধানের শীষে। বিএনপি প্রেমীরা ঝামেলা এবং ভিড় এড়াতে দুপুরের আগেই বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে সমাবেশ স্থলে হাজির হন। এদিকে আজকের (২৯ জানুয়ারি) সমাবেশ স্থলে বিশেষ ভাবে চোখে পড়েছে বিশাল আকারের ব্যানার।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছবির সাথে তারেক রহমানের ছবি বিভিন্ন ভবনের ছাদ থেকে নিচে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আলতাফুন্নেছা খেলার মাঠের বাইরে বিভিন্ন ভবন ও অফিস ঢেকে গেছে বড় বড় ব্যানারে। পুরো মাঠ এবং মাঠের বাইরে হাজার হাজার মানুষ তারেক রহমানের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষার পর রাতে তাকে এক নজর দেখেন।
আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) শহরের সব পথ গিয়ে মিলেছিলো আলতাফুন্নেছা খেলার মাঠে। বিকেলে আনুষ্ঠানিক ভাবে সমাবেশ শুরুর আগেই আলতাফুন্নেছা খেলার মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। হাজার হাজার লোকের সমাগম হলেও মাঠে নিরাপত্তা শৃঙ্খলা ছিলো ভালো।
এক সময় মাঠে জায়গা না পেয়ে সাধারণ মানুষ মাঠের বাইরে রাস্তায় দাড়িয়ে যায়। শহরের আব্দুল জব্বার সড়ক, রোমেনা আফাজ সড়ক, শেরপুর রোডে দাড়িয়ে যায় সাধারণ মানুষ। তারেক রহমানের সমাবেশে ঢুকতে না পেরে শহরের জিরো পয়েন্ট সাতমাথায় দাড়িয়ে বহু মানুষ মাইকে তার বক্তব্য শোনেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155860