স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে : বগুড়ার জেলা প্রশাসক

স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে : বগুড়ার জেলা প্রশাসক

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান বলেছেন, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে ভোটগ্রহণ কর্মকর্তাদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। এবারের নির্বাচন হবে ইতিহাস গড়ার নির্বাচন। দায়িত্ব পালনকালে কোন ভোটগ্রহণ কর্মকর্তা তার নৈতিকতা হারালে তিনি শাস্তির আওতায় আসবেন।

আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বগুড়ার সোনাতলায় উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জেলা প্রশাসক আরও বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে টিমওয়ার্ক করতে হবে। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এই নির্বাচন দেশের ইতিহাসে একটি গ্রহণযোগ্য ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানে কমিশন বদ্ধপরিকর। নির্বাচন কমিশনের সেই প্রতিশ্রুতির সাথে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে দায়িত্ব পালন করতে হবে। উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিকের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন, সিনিয়র জেলা নির্বাচন অফিসার ফজলুল করিম।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন, সহকারী কমিশনার (ভূমি) শাহনাজ পারভীন, উপজেলা নির্বাচন কর্মকর্তা সোহাগ চৌধুরী, সোনাতলা থানার অফিসার ইনচার্জ কবির হোসেন প্রমুখ।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155837