ফুটসালের ট্রফি নিয়ে দেশে ফিরল সাবিনারা

ফুটসালের ট্রফি নিয়ে দেশে ফিরল সাবিনারা

দেশে ফিরেছে ফুটসাল জয়ী নারী ফুটবল দল। অধিনায়ক সাবিনা খাতুনের নেতৃত্বে চ্যাম্পিয়নদের বহনকারী বিমানটি সোয়া ৬টা নাগাদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা।

ব্যাংককে সাফ নারী ফুটসালের এবারের আসরটি প্রথমবারের মতো আয়োজিত হয়েছিল। প্রথম আসরে বাজিমাত করে বাংলাদেশ। লিগ পদ্ধতির টুর্নামেন্টে ভুটান বাদে বাকি ৫ প্রতিপক্ষকেই হারের স্বাদ দেয় সাবিনা খাতুন-কৃষ্ণারা। ভুটানের সঙ্গে ড্র করে ৩-৩ গোলে।


৪ জয় ও এক ড্র নিয়ে আসরের শেষ ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হয় বাংলাদেশ। ২৫ জানুয়ারির ওই ম্যাচে মালদ্বীপকে তারা উড়িয়ে দেয় ১৪-২ গোলে। চ্যাম্পিয়ন হওয়া দলটি ৬ ম্যাচে অর্জন করে ১৬ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা ভারতের ৬ ম্যাচে পয়েন্ট ১২।

ঐতিহাসিক এই সাফল্যকে স্মরণীয় করে রাখতে নারীদের দেশে ফেরাকে ঘিরে বিশেষ সংবর্ধনার আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। চ্যাম্পিয়নের গৌরব নিয়ে দেশে ফেরা ফুটসাল দলকে খোলা বাসে উঠিয়ে ঘোরানো হবে।

বাফুফে জানিয়েছে, খেলোয়াড়দের বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে হাতিরঝিল এম্ফি থিয়েটারে নিয়ে যাওয়া হবে। সেখানে চ্যাম্পিয়ন দলের সাফল্য উদ্‌যাপন উপলক্ষ্যে তাদের আনুষ্ঠানিক সংবর্ধনা দেয়া হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155829