অনূর্ধ্ব-১৯ জাতীয় মহিলা ফুটবল দলে খেলবে বগুড়ার সোনাতলার মিরা

অনূর্ধ্ব-১৯ জাতীয় মহিলা ফুটবল দলে খেলবে বগুড়ার সোনাতলার মিরা

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলার মেয়ে মিরা খাতুন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জাতীয় মহিলা ফুটবল দলে খেলার সুযোগ পেয়েছে। মিরা সোনাতলা পৌর এলাকার আগুনিয়াতাইড় গ্রামের ইউনুস আলী শেখের মেয়ে। বাবা-মায়ের চার সন্তানের মধ্যে মিরা ৩য়। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) সদস্য হিসেবে সে জাতীয় দলে ১৭ নম্বর জার্সি পড়ে দেশের বাহিরে খেলবে। প্রত্যন্ত গ্রামাঞ্চলে বেড়ে ওঠা মিরা ছোটবেলা থেকেই ফুটবল খেলার প্রতি আগ্রহী ছিল।

মিরার বাবা ইউনুস আলী শেখ বলেন, মিরার ছোটবেলা থেকেই ফুটবল খেলার প্রতি আগ্রহ ছিল। মেয়ের প্রতিভায় আমাকে সাহস যুগিয়েছে। শখের মোটরসাইকেল বিক্রি করে মেয়েকে বিকেএসপিতে ভর্তির টাকা জোগাড় করেছি। এখন আমার মেয়ে দেশের হয়ে বিদেশের মাটিতে খেলবে। কথাটি শুনলেই গর্বে আমার বুকটা ভরে যাচ্ছে। এখন আমার কষ্টের সফলতা এসেছে।

এদিকে মিরার এই অর্জনে স্থানীয় এলাকাবাসী, ক্রীড়ানুরাগী ও বিভিন্ন সামাজিক সংগঠন আনন্দ প্রকাশ করেছে। তারা আশা করছেন, ভবিষ্যতে মিরা আন্তর্জাতিক পর্যায়েও দেশের মুখ উজ্জ্বল করবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155820