সিরাজগঞ্জে র‌্যাব-১২ এর অভিযানে গ্রেফতার ৪

সিরাজগঞ্জে র‌্যাব-১২ এর অভিযানে গ্রেফতার ৪

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: র‌্যাব-১২ বগুড়া সদর থানাধীন রাজাবাজার এলাকা এবং একই জেলার শাজাহানপুর থানার আড়িয়া বাজার এলাকায় গতকাল বুধবার বিকেলে ২টি পৃথক অভিযানে সন্দিগ্ধ ৪ চোরকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলো- ঝালকাঠি জেলার নলসিটি থানার কুসাংগাল গ্রামের মৃত জাফর সিকদারের ছেলে সোহেলা সিকদার (৩২), পাবনা সাঁথিয়া থানার কগলবাড়ীয়া গ্রামের সোলেমান শেখের ছেলে রানা শেখ (২৫), লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার পশ্চিম নলডুগি গ্রামের নুরুল হুদার ছেলে রিয়াজ মপু (৩২) ও নোয়াখালী জেলার চাটখিল থানার হরিকৃষ্ণপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে আবু জাফর (৪০)। আটককৃত আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

মো. উসমান গণি সহকারী পুলিশ সুপার অপস্ অফিসার র‌্যাব-১২, সিরাজগঞ্জ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত ৯ নভেম্বর ২০২৫ বগুড়া জেলার সান্তাহার পৌরসভার চৌধুরী গার্ডেন মার্কেটে হিমু ইলেকট্রিক ওয়ার্কসপে চুরির ঘটনা ঘটে। এখান থেকে ৫ লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়।

এ ঘটনায় বাদি মো. মাহফুজুর আওয়াল মাহাবুব (২৮) একটি মামলা দায়ের করেন। র‌্যাব-১২ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে বগুড়া জেলার আদমদীঘি থানায় হস্তান্তর করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155813