দেশের প্রথম এসএমই ডিজিটাল ঋণ সেবা নিয়ে ব্র্যাক ব্যাংকের ‘সাফল্য’ উদ্যোক্তা সমাবেশ
ঢাকা, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬: ঋণ সেবার দ্রুততা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ২০০ জনেরও বেশি উদ্যোক্তার অংশগ্রহণে ব্র্যাক ব্যাংক দেশের প্রথম এসএমই ডিজিটাল ঋণ সেবা নিয়ে ‘সাফল্য’ উদ্যোক্তা সমাবেশ আয়োজন করেছে।
গাজীপুরে অনুষ্ঠিত দেশের ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক স্থাপন করা এই সমাবেশ ডিজিটাল ঋণ সেবা সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গেটস ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় আয়োজন করা হয়।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সাফল্য ডিজিটাল ঋণের লাইভ ডিসবার্সমেন্ট প্রদর্শন। অনুষ্ঠান চলার সময়েই এই ডিজিটাল ঋণ গ্রাহকের একাউন্টে ডিসবার্স করা হয়। এই লাইভ প্রদর্শনের মাধ্যমে মূলত সাফল্য ঋণ সেবার দ্রুততা, স্বচ্ছতা ও কার্যকারিতা অংশগ্রহণকারীদের সামনে তুলে ধরা হয়। দেশের প্রথম ব্যাংক হিসেবে এসএমই খাতে ডিজিটাল লোনের প্রবর্তন করেছে ব্র্যাক ব্যাংক।
এছাড়াও, অনুষ্ঠানে অংশগ্রহণকারী উদ্যোক্তাদের কাছ থেকে সরাসরি মতামত সংগ্রহ করা হয়। ডিজিটাল এসএমই ঋণ বিতরণে গ্রাহকের সর্বোচ্চ সুবিধা ও স্বাচ্ছন্দ নিশ্চিত করতে এসব মতামত বিবেচনায় নেওয়া হবে।
উদ্যোক্তারা বলেন, ডিজিটাল উদ্ভাবনের মাধ্যমে সহজ ও দ্রুত অর্থায়ন নিশ্চিত করে দেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা রেখে চলেছে ব্র্যাক ব্যাংক।
অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন বলেন, ব্র্যাক ব্যাংক সবসময় আর্থিক অন্তর্ভূক্তিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। একইসঙ্গে ডিজিটাল ট্রান্সফরর্মেশনকেও প্রাধান্য দিয়ে থাকে। সে ধারাবাহিকতাতেই আমাদের চালু করা সাফল্য ডিজিটাল লোন আবেদনের কয়েক মিনিটের মধ্যেই পাচ্ছেন এসএমই উদ্যোক্তারা। ‘সাফল্য’ উদ্যোক্তা সমাবেশ আয়োজনের উদ্দেশ্য আমাদের উদ্ভাবনী সেবাকে সবার মাঝে ছড়িয়ে দেওয়া। এ ধরণের উদ্যোগ এসএমই ব্যাংকিং খাতে ব্র্যাক ব্যাংকের নেতৃত্ব আরও সুদৃঢ় করছে।
এই আয়োজনে ব্র্যাক ব্যাংকের এসএমই ডিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও অন্যান্যদের মধ্যে ইউনিলিভার বাংলাদেশের গাজীপুর জেলার ডিস্ট্রিবিউটর রাহাত কর্পোরেশনের কর্ণধার মো. আশরাফুল আলম বাচ্চু উদ্যোক্তাদের সাথে মতবিনিময়ে অংশগ্রহণ করেন।
দেশের প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক ক্ষমতায়ন নিশ্চিত করে চলেছে ব্র্যাক ব্যাংকের ডিজিটাল অর্থায়ন প্রোগ্রাম ‘সাফল্য’। জামানতবিহীন এই ঋণসুবিধা পাওয়া যায় দ্রুততম সময়ে। ফলে এই ডিজিটাল লোন প্রান্তিক এলাকার সুবিধাবঞ্চিত মানুষের জন্য অর্থায়ন সুবিধা করেছে আরও সহজ, সুবিধাজনক ও বিস্তৃত।
ক্ষুদ্র ব্যবসায়ী এবং গ্রামীণ উদ্যোক্তাদের মতো ঋণসুবিধার বাইরে থাকা শ্রেণি-পেশার মানুষদের জন্য এই ডিজিটাল লোন ‘সাফল্য’ বিশেষভাবে তৈরি করা হয়েছে। ‘সাফল্য’ ডিজিটাল লোনের আওতায় প্রান্তিক জনগোষ্ঠী দশ হাজার থেকে ৫ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণসুবিধা পাচ্ছেন। গ্রাহক আবেদনের পর এআই-ভিত্তিক ক্রেডিট স্কোরিংয়ের মাধ্যমে গ্রাহকের ঋণপ্রাপ্তির যোগ্যতার বিষয়ে নিশ্চিত হলেই এই ঋণের ডিজিটাল বিতরণ প্রক্রিয়া সম্পন্ন হয়। আবেদন, যাচাইকরণ এবং ঋণ বিতরণ প্রক্রিয়া সম্পূর্ণ ডিজিটাইজড হওয়ায় গ্রাহকরা মাত্র কয়েক মিনিটেই এই ঋণ নিতে পারছেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155801