মাদ্রাসায় ব্যানার-লিফলেটের মাধ্যমে গণভোটের বার্তা পৌঁছানোর নির্দেশ
আসন্ন গণভোট বিষয়ে সারাদেশে জনসচেতনতা তৈরির করতে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব সরকারি ও বেসরকারি মাদ্রাসাকে একগুচ্ছ নির্দেশনা দিয়েছে সরকার। এসব নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ ভোটারদের মধ্যে গণভোট সম্পর্কে সঠিক ধারণা পৌঁছে দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার (২৮ ডিসেম্বর) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে জারি করা এক স্মারকে এমন নির্দেশনা জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, মাদ্রাসা প্রতিষ্ঠানসমূহে গণভোট বিষয়ে জনসচেতনতা তৈরির নির্দেশনা দেওয়া হয়েছিল। সেই নির্দেশনার ধারাবাহিকতায় নতুন করে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, গণভোট বিষয়ে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের অংশ হিসেবে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রচারিত লিফলেটের বক্তব্য এবং বাংলাদেশ নির্বাচন কমিশনের তথ্য কণিকা-৯–এ উল্লেখিত তথ্য সংবলিত স্ট্যান্ডিং ব্যানার তৈরি করে মাদ্রাসা প্রতিষ্ঠান প্রধানদের নিজ নিজ অফিসের দৃশ্যমান স্থানে প্রদর্শন করতে হবে। পাশাপাশি নির্বাচন কমিশন থেকে সরবরাহ করা ড্রপডাউন ব্যানারও শিক্ষা প্রতিষ্ঠানের দৃশ্যমান স্থানে প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া গণভোটের উদ্দেশ্য, সময়সূচি ও ভোট প্রদানের নিয়ম তুলে ধরে ব্যানার, ফেস্টুন ও লিফলেটের মাধ্যমে সংশ্লিষ্ট মাদ্রাসাগুলোতে প্রচার কার্যক্রম চালানোর কথা বলা হয়েছে। অভিভাবক সমাবেশ কিংবা শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক অন্যান্য অনুষ্ঠানেও গণভোট বিষয়ে সচেতনতামূলক বার্তা উপস্থাপনের নির্দেশনা রয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়, শিক্ষার্থীদের মাধ্যমে গণভোট বিষয়ে সঠিক তথ্য পরিবারে পৌঁছে দিতে উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট মাদ্রাসার ফেসবুক পেজ বা নোটিশ বোর্ডে গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক তথ্য নিয়মিত প্রচারের আহ্বান জানানো হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155785