ফিক্সিংয়ের দায়ে শ্রীলঙ্কায় ফ্র্যাঞ্চাইজি মালিকের কারাদণ্ড-জরিমানা

ফিক্সিংয়ের দায়ে শ্রীলঙ্কায় ফ্র্যাঞ্চাইজি মালিকের কারাদণ্ড-জরিমানা

স্পোর্টস ডেস্ক: লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) বর্তমানে বিলুপ্ত ডাম্বুলা থান্ডার্স ফ্র্যাঞ্চাইজির স্বত্বাধিকারী তামিম রহমানকে ফিক্সিংয়ের দায়ে সাজা দিয়েছেন শ্রীলঙ্কার একটি আদালত। বুধবার কলম্বো হাই কোর্ট বাংলাদেশি বংশোদ্ভূত এই ব্রিটিশ নাগরিককে চার বছরের স্থগিত কারাদণ্ড এবং ২ কোটি ৪০ লাখ শ্রীলঙ্কান রুপি (প্রায় ৮০ হাজার মার্কিন ডলার) জরিমানা করেছে।

আদালত সূত্রে জানা যায়, তামিম রহমান টুর্নামেন্ট চলাকালীন একজন খেলোয়াড়কে অনৈতিকভাবে প্রভাবিত করার চেষ্টা এবং জুয়া বা বেটিং আয়োজনের অভিযোগ স্বীকার করে নিয়েছেন। তার এই স্বীকারোক্তির ভিত্তিতে আদালত তাকে ৪ বছরের কারাদণ্ড দেয়, যা আগামী ৫ বছরের জন্য স্থগিত রাখা হয়েছে।

অর্থাৎ, আগামী ৫ বছরে তিনি নতুন কোনো অপরাধ না করলে তাকে জেলে যেতে হবে না। তবে জরিমানার ২ কোটি ৪০ লাখ রুপি তাকে অবশ্যই পরিশোধ করতে হবে।

ক্রীড়াক্ষেত্রে দুর্নীতি দমনে ২০১৯ সালে শ্রীলঙ্কায় একটি অত্যন্ত কঠোর আইন প্রনয়ণ করা হয়েছিল। সেই আইনের আওতায় এলপিএল-এর ছয় বছরের ইতিহাসে এই প্রথম কোনো ফ্র্যাঞ্চাইজি মালিককে সাজা দেওয়া হলো।

২০২৪ সালে এক খেলোয়াড় ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার বিষয়টি কর্তৃপক্ষকে জানালে তদন্ত শুরু হয়। পরবর্তীতে কলম্বো বিমানবন্দর থেকে দুবাই পালানোর সময় তামিম রহমানকে গ্রেপ্তার করা হয়েছিল।

 

এই একই মামলায় ডাম্বুলা থান্ডার্সের টিম ম্যানেজার মুজিব উর রেহমানের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। পাকিস্তানি নাগরিক মুজিব বর্তমানে পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

অভিযোগ রয়েছে যে, কলম্বোর একটি হোটেলে ফিক্সিং সংক্রান্ত আলোচনায় তিনিও জড়িত ছিলেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155784