বিশ্বকাপ বয়কটের সাহস নেই পাকিস্তানের

বিশ্বকাপ বয়কটের সাহস নেই পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক : আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে পাকিস্তান সরে দাঁড়াবে না বলে মন্তব্য করেছেন ভারতের ব্যাটার অজিঙ্কা রাহানে। তার মতে, এমন সিদ্ধান্ত নেওয়ার সাহস পাকিস্তানের নেই।

শ্রীলঙ্কা ও ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রসঙ্গে ক্রিকবাজে কথা বলতে গিয়ে রাহানে বলেন, আমি মনে করি না তারা এটা করতে পারবে। আমার মনে হয় না তাদের সেই সাহস আছে। একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলেও। তিনি বলেন, পাকিস্তান এই বিষয়টি নিয়ে অকারণে আলোচনা বাড়াচ্ছে। তার ভাষায়, পাকিস্তান শুধু ‘অপ্রয়োজনীয় আওয়াজ’ করছে এবং তারা ‘নিশ্চিতভাবেই’ বিশ্বকাপে অংশ নেবে।

এদিকে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকের পর দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি মহসিন নাকভি জানান, বিশ্বকাপে খেলবে কি না সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে হয় আগামীকাল, নয়তো আগামী সোমবার। এর আগে নাকভি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কড়া সমালোচনা করেন। তিনি আইসিসি’র বিরুদ্ধে ‘দ্বৈত নীতি’র অভিযোগ তোলেন। তিনি বলেন, বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে আইসিসি তাদের সঙ্গে ‘অন্যায়’ করেছে। 

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155762