নৌ পুলিশের স্পিড বোটে আগুন, আহত ১
মোংলায় নৌপুলিশের স্পিড বোটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এক নৌ পুলিশ সদস্য আহত হয়েছেন।
গতকাল বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় মোংলার দিগরাজ এলাকার পশুর নদীতে এ ঘটনা ঘটে।
মোংলা নৌ পুলিশ জানায়, ঢাকা থেকে আসা তাদের অ্যাডিশনাল ডিআইজির আগমন উপলক্ষে বুধবার সন্ধ্যায় নৌপুলিশের হাই-স্পিড বোটটি নিয়ে চালকসহ দুই পুলিশ সদস্য জ্বালানি তেল সংগ্রহের জন্য মোংলা উপজেলার দিগরাজ বাজুয়া ঘাটে যান। পরে ওই ঘাটে নোঙর করে জ্বালানি তেল নেওয়ার পর, বোটটি চালু করার সময় ব্যাটারির সংযোগস্থলে স্পার্ক সৃষ্টি হয়ে হঠাৎ বোটে আগুন ধরে যায়। জ্বালানি তেলের উপস্থিতিতে আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় তড়িঘড়ি করে নামার সময় একজন বোটের সাতার কেটে কিনারে উঠতে সক্ষম হলেও চালক কাজী মাহবুব (২৮) আগুনে পুড়ে আহত হন। তাকে প্রথমে মোংলা বন্দর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় দ্রুত উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ বিষয়ে মোংলা নৌপুলিশের ওসি এ এইচ এম লুৎফার কবির বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে জ্বালানি তেল থাকায় মুহুর্তের মধ্যে বোটটি পুড়ে যায়।