শেরপুরের ঘটনায় পুলিশ ও প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ : জামায়াত
শেরপুরসহ দেশের বিভিন্ন স্থানে সহিংস ঘটনার প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, শেরপুরের ঘটনায় পুলিশ ও প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ। প্রশাসন ও পুলিশ সময়মতো ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে এবং একপাক্ষিক আচরণ করেছে। এ ঘটনার জন্য দায়ীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
জামায়াত নেতা জানান, শেরপুরের ঘটনার প্রতিবাদে বায়তুল মোকাররম থেকে বিক্ষোভ মিছিল করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে ঘটনায় নিহত ব্যক্তির জানাজায় দলের আমির অংশ নেবেন বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের প্রতি জনসমর্থনের জোয়ার প্রতিপক্ষরা সহ্য করতে পারছে না। এসব সহিংসতা ও হয়রানির বিষয়ে নির্বাচন কমিশনের কাছেও অভিযোগ জানাবে জামায়াতে ইসলামী। তিনি অভিযোগ করেন, শেরপুরে বিএনপির প্রার্থী উস্কানি দিয়েছে। জামায়াতের নারী কর্মীরা ভোট চাইতে গেলে বিভিন্ন জায়গায় হেনস্তার শিকার হচ্ছেন। এ ধরনের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিএনপির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দলটির নেতাকর্মীদের বিষয়ে নজর দিতে হবে, যাতে ভবিষ্যতে এমন ঘটনা না ঘটে।
জামায়াতের এই নেতা বলেন, সরকারের ওপর তারা এখনও আস্থা রাখতে চান। সরকার যেন তাদের ঘোষণার আলোকে বাস্তবিক অর্থে একটি উৎসবমুখর, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেয়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155748