চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলো ও প্লে-অফ নিশ্চিত করল যারা

চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলো ও প্লে-অফ নিশ্চিত করল যারা

স্পোর্টস ডেস্ক : শেষ হলো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব। গ্রুপ পর্ব শেষের আগে মাত্র দুইটি দল সরাসরি শেষ ষোলোতে খেলা নিশ্চিত করে। ফলে শেষ দিনে অপেক্ষা করছিল নানা নাটকীয়তার। 

চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের শেষ রাতে কোথাও আনন্দের বিস্ফোরণ, কোথাও নেমে এসেছে হতাশার ছায়া। নাটকীয় এই রাতে নিশ্চিত হয়েছে শেষ ষোলো, আবার কিছু ইউরোপীয় পরাশক্তির জন্য শুরু হচ্ছে আরও কঠিন পথচলা। এক নজরে দেখে নেয়া যাক কোন দল সরাসরি শেষ ষোলোর টিকিট। শেষ রাউন্ড শুরুর আগে সরাসরি শেষ ষোলো নিশ্চিত ছিল আর্সেনাল ও বায়ার্ন মিউনিখের। কাইরাত আলমাতিকে ৬-০ গোলে হারিয়ে শীর্ষে থেকে গ্রুপ পর্বের খেলা শেষ করেছে গানার্সরা। বায়ার্নও পিএসভি আইন্দহোভেনের মাঠে ২-১ ব্যবধানে জিতে দুইয়ে থেকে গ্রুপ পর্ব শেষ করেছে। কারাবাগকে ৬-০ গোলে হারিয়ে তিনে থেকে লিভারপুল, ফ্রাঙ্কফুর্টকে ২-০ গোলে হারিয়ে চার নম্বরে থেকে গ্রুপ পর্ব শেষ করেছে টটেনহ্যাম। এছাড়াও, নিজ নিজ ম্যাচ জয় পেয়েছে বার্সেলোনা, চেলসি, স্পোর্টিং ও ম্যানচেস্টার সিটি। এই দলগুলো সরাসরি শেষ ষোলোর টিকিট পেয়েছে।

অন্যদিকে নাটকীয় পতনের শিকার হয়েছে রিয়াল মাদ্রিদ। তৃতীয় স্থান থেকে শেষ রাউন্ডে নামা ১৫ বারের ইউরোপ সেরা বেনফিকার বিপক্ষে ৪-২ গোলে হেরে নেমে গেছে নবম স্থানে। ফলে রেকর্ড চ্যাম্পিয়নদের এবার খেলতে হবে প্লে-অফে। আর ১-১ এ ড্র হয়েছে পিএসজি ও নিউক্যাসলের ম্যাচটি। ৩৬ দলের এই আসরে নবম থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো খেলবে দুই লেগের প্লে-অফ। সেখান থেকে জয়ী আট দল পূরণ করবে শেষ ষোলোর বাকি আটটি জায়গা। ইন্টার মিলান, আতলেতিকো মাদ্রিদ, জুভেন্টাস ও আটালান্টার মতো দলগুলোকেও যেতে হচ্ছে প্লে-অফের কঠিন পথ বেয়ে।

সরাসরি শেষ ষোলোয় উঠেছে : আর্সেনাল, বায়ার্ন মিউনিখ, লিভারপুল, টটেনহ্যাম হটস্পার, বার্সেলোনা, চেলসি, স্পোর্তিং সিপি, ম্যানচেস্টার সিটি।

প্লে-অফে খেলবে : রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান, পিএসজি, নিউক্যাসল ইউনাইটেড, ইউভেন্তুস, আতলেতিকো মাদ্রিদ, আতালান্তা, বায়ার লেভারকুজেন, বরুশিয়া ডর্টমুন্ড, অলিম্পিয়াকোস, ক্লাব ব্রুজ, গালাতাসারাই, মোনাকো, কারাবাগ, বুদে/গ্লিম্ট ও বেনফিকা।

বিদায় হয়েছে : কয়রাত আলমাতি, ভিয়ারিয়াল, স্লাভিয়া প্রাহা ও আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের সঙ্গে শেষ দিনে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে মার্সেই, পাফোস, ইউনিয়ঁ সাঁ-জিলোয়া, পিএসভি আইন্দহোভেন, আথলেতিক বিলবাও, নাপোলি, কোপেনহেগেন ও আয়াক্স।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155742