কলম্বিয়ায় উড়োজাহাজ বিধ্বস্তে এমপিসহ নিহত ১৫

কলম্বিয়ায় উড়োজাহাজ বিধ্বস্তে এমপিসহ নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক : কলম্বিয়ায় বিমান বিধ্বস্তের ঘটনায় দেশটির একজন এমপিসহ ১৫ জন নিহত হয়েছেন। বুধবার স্থানীয় সময় দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিমানটি কলম্বিয়ার রাষ্ট্রায়ত্ত বিমান পরিষেবা সংস্থা সাতেনার একটি উড়োজাহাজ। ভেনেজুয়েলা-কলম্বিয়ার সীমান্ত শহর কুকুটা থেকে নিকটবর্তী শহর ওকানার দিকে যাচ্ছিল বিমানটি। কলম্বিয়ার এমপি দিওজেনেস কুইনতেরোসহ মোট ১৫ জন যাত্রী ও ক্রু ছিলেন উড়োজাহাজটিতে। প্রত্যক্ষদর্শী এবং দুর্যোগ মোকাবিলা দপ্তরের উদ্ধারকারী দলের বরাত দিয়ে এক প্রতিবেদনে এএফপি জানায়, ওকানার বিমানবন্দরে অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটেছে। 

সাতেনার কর্মকর্তারা জানিয়েছেন, ওকানার আকাশে প্রবেশের পর কন্ট্রোল ট্রাওয়ারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল উড়োজাহাজিটির। বিমানটি প্রথমে আছড়ে পড়ে এবং বিস্ফোরিত হয়। বিমনটিতে ২ জন ক্রুসহ মোট ১৩ জন যাত্রী ছিলেন। তাদের কেউ আর বেঁচে নেই বলে ধারণা করা হচ্ছে।

যে এলকায় বিমানটি বিধ্বস্ত হয়েছে, সেটি ভেনেজুয়েলার কুকুটা প্রদেশের একটি পাহাড়ি এলাকা এবং ঘন ঘন আবহাওয়ার পরিবর্তন ঘটে সেখানে। কলম্বিয়া-ভেনেজুয়েলা সীমান্ত থেকে শুরু করে ওই পুরো এলাকা নিয়ন্ত্রণ করে ন্যাশনাল লিবারেশন আর্মি নামের একটি সশস্ত্র গোষ্ঠী।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155741