বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক ব্যবসা ও টেকসই উন্নয়ন সম্মেলন শুরু
রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আজ (২৯ জানুয়ারি) শুরু হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন- ”ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বিজনেস ইনোভেশন অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট (আইসিবিআইএসডি ২০২৬)”। বৈশ্বিক ব্যবসা পরিবেশে টেকসই উন্নয়ন, প্রযুক্তিনির্ভর উদ্ভাবন ও আধুনিক ব্যবসা ব্যবস্থার ভূমিকা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা জোরদার করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
আজ সকাল ৯টা ৩০ মিনিটে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শহীদ সাকিব আনজুম চত্বরে বৃক্ষরোপণ ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা। এ সময় সম্মেলনের প্রধান অতিথিবৃন্দ, অতিথি বক্তা, আয়োজক কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে জাতীয় সংগীতের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়।
এই আন্তর্জাতিক সম্মেলনের প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন মালয়েশিয়ার ইউনিভার্সিটি সায়েন্স ইসলাম মালয়েশিয়ার ফ্যাকাল্টি অব লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট-এর ডিপুটি ডিন (রিসার্চ অ্যান্ড ইনোভেশন) প্রফেসর ড. নরহায়াতি রাফিদা আবদুল রহিম। এছাড়াও কী-নোট স্পিকার হিসেবে অংশগ্রহণ করছেন থাইল্যান্ডের মাহিদল বিশ্ববিদ্যালয়ের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশনের অ্যাসোসিয়েট প্রফেসর ড. বাবলু কুমার ধর এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্কুলের প্রফেসর ড. এ. বি. এম. মো. আজিজুল ইসলাম। আমন্ত্রিত বক্তা হিসেবে সম্মেলনে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)-এর প্রফেসর ড. শাকিলা ইয়াসমিন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর ড. এ. কে. এম. গোলাম রাব্বানী মণ্ডল।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মেলনের চেয়ার, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান এবং ব্যবসা ও আইস অনুষদের ডিন প্রফেসর ড. কানিজ হাবিবা আফরিন। উদ্বোধনী বক্তব্যে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা বলেন,“বরেন্দ্র বিশ্ববিদ্যালয় গবেষণা, উদ্ভাবন ও জ্ঞানভিত্তিক শিক্ষা বিস্তারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আইসিবিআইএসডি ২০২৬-এর মতো আন্তর্জাতিক সম্মেলন আমাদের গবেষণা কার্যক্রমকে বৈশ্বিক পরিসরে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষাবিদ, গবেষক ও শিল্পখাতের মধ্যে কার্যকর সংযোগ সৃষ্টি হয়, যা টেকসই ও দায়িত্বশীল ব্যবসা ব্যবস্থার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের প্রফেসর ড. মো. আমজাদ হোসেন। তিনি বলেন,“বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণে টেকসই উন্নয়ন, প্রযুক্তি ও নৈতিকতার সমন্বয় অত্যন্ত জরুরি। এই সম্মেলনের মাধ্যমে উপস্থাপিত গবেষণা ও আলোচনা ভবিষ্যৎ ব্যবসা নীতিনির্ধারণ এবং বাস্তব প্রয়োগে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবে।”
সম্মেলনের কো-চেয়ার হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর ড. মো. ফরিদুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ফয়জার রহমান রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খালেদ বিন ইউসুফ (অব.) ও ব্যবসায় প্রশাসন বিভাগের কো-অর্ডিনেটর ড. রেজাউল করিম। সেশন চেয়ার হিসেবে দায়িত্ব পালন করবেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ-এর পরিচালক প্রফেসর ড. এ. এইচ. এম. রহমতউল্লাহ ইমন।
বিশ্বের বিভিন্ন দেশের গবেষক, শিক্ষাবিদ ও শিল্পখাতের বিশেষজ্ঞরা এই সম্মেলনে অংশগ্রহণ করছেন। সম্মেলনের কর্মসূচিতে রয়েছে কারিগরি অধিবেশন, পোস্টার উপস্থাপনা, কী-নোট বক্তৃতা এবং ইন্ডাস্ট্রিয়াল আলোচনা।
আয়োজকদের তথ্যমতে, এবারের সম্মেলনে ৩০১টি সারসংক্ষেপ অ্যাবস্ট্রাক্ট এবং ২০৫টি পূর্ণাঙ্গ গবেষণা প্রবন্ধ জমা পড়ে, যার মধ্য থেকে বাছাইকৃত ১৬৬টি গবেষণা প্রবন্ধ উপস্থাপনের জন্য নিবন্ধিত হয়েছে। গ্রিন ফাইন্যান্স, ডিজিটাল রূপান্তর, জলবায়ু সহনশীলতা, কর্পোরেট গভর্ন্যান্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, ফিনটেক ও ইন্টারনেট অব থিংসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে গবেষণা ও আলোচনা হচ্ছে।
এই সম্মেলনে বিশ্বের ৯টি দেশের ৫৫৩ জন গবেষক ও লেখক অংশগ্রহণ করছেন এবং ৮০টি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠান প্রতিনিধিত্ব করছে, যা সম্মেলনটির আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও গবেষণার গভীরতা তুলে ধরে।
আয়োজকরা আশা প্রকাশ করেন, আইসিবিআইএসডি ২০২৬ সম্মেলনের মাধ্যমে উঠে আসা গবেষণা ও আলোচনা ভবিষ্যতে টেকসই, উদ্ভাবননির্ভর ও দায়িত্বশীল ব্যবসা ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে, আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা আরও জোরদার হবে এবং জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ব্যবসা খাতের ভূমিকা আরও সুস্পষ্ট হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155734