দ্বিতীয়ার্ধের ঝড়ে উড়ে গেল কোপেনহেগেন, শেষ ষোলোতে বার্সা
প্রথমার্ধে হতাশাজনক পারফরম্যান্সের পর দুর্দান্ত দ্বিতীয়ার্ধে চার গোল করে কোপেনহেগেনকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো নিশ্চিত করেছে বার্সেলোনা। হান্সি ফ্লিকের দল দ্বিতীয়ার্ধে সম্পূর্ণ ভিন্ন রূপে মাঠে নেমে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেয়। ৪-১ ব্যবধানে জয় পেয়েছে তারা।
ম্যাচের শুরুতেই ধাক্কা খায় বার্সেলোনা। চতুর্থ মিনিটে মোহাম্মদ এলইয়েনুসির নিখুঁত থ্রু-পাসে একা পেয়ে ঠান্ডা মাথায় গোল করে কোপেনহেগেনকে এগিয়ে দেন প্রতিপক্ষ ফরোয়ার্ড। গোল হজমের পর বার্সা বলের দখল বাড়ালেও কার্যকর আক্রমণের অভাবে প্রথমার্ধ শেষ হয় পিছিয়ে থেকেই। প্রায় ৭৫ শতাংশ বল দখলে রেখেও একাধিক সুযোগ নষ্ট করে হতাশায় ডুবে যায় কাতালানরা।
বিরতির পরই ম্যাচের চিত্র পাল্টে দেন লামিনে ইয়ামাল। ৪৮ মিনিটে দানি ওলমোর চোখ ধাঁধানো পাসে বাম দিক দিয়ে ঢুকে নিজে শট না নিয়ে বাঁ পায়ের বাইরের অংশ দিয়ে নিখুঁত পাস বাড়ান রবার্ট লেভানদোভস্কির জন্য। পোলিশ স্ট্রাইকারের সহজ ট্যাপে সমতায় ফেরে বার্সেলোনা।
সমতার পর পুরো ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেন ইয়ামাল। ৬০ মিনিটে বক্সের বাইরে থেকে তার নেওয়া দৃষ্টিনন্দন কার্লিং শট ডিফেন্ডারের গায়ে লেগে গোলরক্ষক কোটারস্কির মাথার ওপর দিয়ে জালে ঢুকে যায়।
এরপর ৬৯ মিনিটে ইয়ামালের ক্রস বুকে নেওয়ার সময় ডিফেন্ডারের ফাউলের শিকার হন লেভানদোভস্কি। স্পট কিক থেকে গোল করে ব্যবধান বাড়ান রাফিনহা।
ম্যাচের শেষ দিকে বদলি হিসেবে নামা মার্কাস রাশফোর্ড চতুর্থ গোলটি করে বার্সেলোনার জয় নিশ্চিত করেন। তার নেওয়া ফ্রি-কিক নিকট পোস্ট দিয়ে জালে জড়িয়ে কোটারস্কিকে চমকে দেয়।
শেষদিকে কোপেনহেগেন একটি গোল পেলেও, গ্যাব্রিয়েল পেরেইরার হেডারটি অফসাইডে থাকা পান্তেলিস খাতজিদিয়াকোসের হস্তক্ষেপের কারণে বাতিল হয়ে যায়।
লিগ পর্ব শেষে পঞ্চম স্থানে থেকে বার্সেলোনা সরাসরি চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155721