আবারো ছাদ খোলা বাসে সংবর্ধনা পাবেন সাবিনারা

আবারো ছাদ খোলা বাসে সংবর্ধনা পাবেন সাবিনারা

স্পোর্টস ডেস্ক : সাফ নারী ফুটসালের প্রথম আসরেই ইতিহাস গড়েছে বাংলাদেশ। অভিষেক টুর্নামেন্টে শিরোপা জিতে চ্যাম্পিয়ন ট্রফি হাতে দেশে ফিরছেন অধিনায়ক সাবিনা খাতুনরা। থাইল্যান্ড থেকে আজ সন্ধ্যায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে নারী ফুটসাল দলের। বিজয়ীদের বরণ করে নিতে এবারও বিশেষ আয়োজন রেখেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) চ্যাম্পিয়নদের জন্য থাকছে ছাদ খোলা বাসের সংবর্ধনা।

এরপর হাতিরঝিলে তাদের সংবর্ধনা দেওয়া হবে।
নারী ফুটবলের সাফল্যে ছাদ খোলা বাসে সংবর্ধনা বাংলাদেশের জন্য নতুন নয়। ২০২২ সালে নেপালের কাঠমান্ডুতে প্রথমবার সাফ নারী ফুটবল চ্যাম্পিয়ন হওয়ার পর সানজিদা আক্তারের একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে আলোচনায় আসে এই সংবর্ধনার বিষয়টি। সেই সময় ছাদ খোলা বাসে করে বিজয়ী দলকে শহর ঘুরিয়ে উদযাপন করা হয়েছিল।
এরপর ২০২৪ সালে ফের সাফ শিরোপা জয়ের পরও একইভাবে ছাদ খোলা বাসে সংবর্ধনা পায় সাবিনারা। এবার ফুটসালের শিরোপা জয়ের পরও তারা পাচ্ছেন সেই সম্মান।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155713