সোনারগাঁয়ে যুবদলের আহ্বায়কসহ ৪ নেতাকে বহিষ্কার
দলীয় শৃঙ্খলাপরিপন্থী কার্যকলাপের অভিযোগে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুর রহমান স্বপনসহ ৪ নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে কেন্দ্রীয় যুবদলের সহ-দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলাপরিপন্থী কার্যকলাপের জন্য সোনারগাঁ উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুর রহমান স্বপন, যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন, বারদী ইউনিয়ন যুবদলের সদস্যসচিব দেলোয়ার হোসেন দুলু ও নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান আপেলকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155705