নির্বাচনি প্রচারের প্রতিটি ধাপে প্রশাসনের কঠোর নজরদারি থাকবে : রাজশাহী জেলা প্রশাসক
রাজশাহী প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি প্রচারের প্রতিটি ধাপে প্রশাসনের কঠোর নজরদারি থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আফিয়া আখতার। আজ বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার ছয়টি আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় রিটার্নিং অফিসার আফিয়া আখতার বলেন, নির্বাচনি ক্যাম্প, বিলবোর্ড, পোস্টার কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা সবক্ষেত্রেই নির্ধারিত নিয়ম মেনে তথ্য প্রদান ও অনুমোদন গ্রহণ করতে হবে। কোনো ধরণের আচরণবিধির অনিয়ম বরদাশত করা হবে না।
স্বাগত বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহিনুল হাসান বলেন, প্রার্থীদের কর্মপরিকল্পনা যথাসময়ে কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। ইশতেহার পাঠের স্থান ও সময় নির্ধারণ, পোস্টাল ব্যালট সংক্রান্ত নিয়ম, নির্বাচনি এজেন্ট ও পোলিং এজেন্ট নিয়োগের বিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে। পাশাপাশি জনসভা, পথসভা ও সমাবেশ আয়োজনের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করার বিষয়েও তিনি গুরুত্ব দেন।
এসময় প্রার্থীদের নিজ নিজ নির্বাচনি এলাকায় স্থাপিত সব নির্বাচনি ক্যাম্প ও বিলবোর্ডের সংখ্যা এবং সেগুলোর সুনির্দিষ্ট অবস্থান রিটার্নিং অফিসারের কাছে দাখিল করতে হবে বলে জানানো হয়। এছাড়া প্রার্থীদের ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম, ভেরিফাইড আইডির তথ্য এবং সংশ্লিষ্ট লিংক লিখিতভাবে রিটার্নিং অফিসারের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
সভায় বলা হয়, ভুয়া আইডি, বিভ্রান্তিকর তথ্য কিংবা উসকানিমূলক কনটেন্ট নির্বাচন পরিবেশের জন্য হুমকি; এসব বিষয়ে প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে। শেষে প্রার্থীরা প্রশাসনের নির্দেশনা মেনে নির্বাচনি কার্যক্রম পরিচালনার আশ্বাস দেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155700