বগুড়ার সোনাতলার বিভিন্ন এলাকায় বিএনপি প্রার্থী কাজী রফিকের গণসংযোগ
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-১ আসনে বিএনপি’র প্রার্থী কাজী রফিকুল ইসলাম বলেছেন, শেখ হাসিনা সরকারের শাসনামলে বগুড়ার মানুষ দীর্ঘ ১৮ বছর বৈষম্যের শিকার হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে দলের চেয়ারম্যান তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী। আর তখনই বিশ্বের দরবারে বগুড়াবাসীর সম্মান বৃদ্ধি পাবে।
তিনি আজ বুধবার (২৮ জানুয়ারি) বগুড়ার সোনাতলা সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ, উঠান বৈঠক ও লিফলেট বিতরণকালে এ কথাগুলো বলেন।
এসময় উপস্থিত ছিলেন-জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক জিয়াউল হক লিপন, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু, সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক, সদর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন বেলাল, জোড়গাছা ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী, ইউপি সদস্য জাকির হোসেন, উপজেলা কৃষকদলের আহ্বায়ক এমদাদুল হক বাদশা, যুবদল নেতা রাশেদুজ্জামান হান্নান, পাভেল আহম্মেদ, উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদুর রহমান চাঁদ, জরিফুল ইসলাম, নাসির উদ্দিন তাকদির, জিয়াউর রহমান জুয়েল প্রমুখ।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155695