বগুড়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
কোর্ট রিপোর্টার : বগুড়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামী রফিকুল ইসলাম সরকারের যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। বগুড়ার অতিরিক্ত দায়রা জজ আদালত নং-৩ এর বিচারক মো. হাবিবুর রহমান আজ বুধবার (২৮ জানুয়ারি) এই রায় দেন। সাজাপ্রাপ্ত আসামি রফিকুল শিবগঞ্জ উপজেলার দাইমুল্যা এলাকার ছোলায়মান আলীর ছেলে।
উল্লেখ্য, শিবগঞ্জ উপজেলার দক্ষিণ বেলাইয়ের জাবেদ আলীর মেয়ে রশিদার সাথে ঘটনার ১৬ বছর আগে আসামি রফিকুল ইসলাম সরকারের বিয়ে হয়। বিয়ের পর রিকশাচালক স্বামী রফিকুল পারিবারিক বিরোধকে কেন্দ্র করে বিগত ২০০৯ সালের ৫ এপ্রিল তার স্ত্রী রশিদা বেগমকে (৪০) লোহার রড দিয়ে মারপিট করলে সে জ্ঞান হারিয়ে ফেলে।
পরে স্থানীয় পল্লি চিকিৎসকের কাছে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি এড. এজেএম সামছুদ্দিন স্বপন এবং আসামি পক্ষে এড. মোস্তাফিজার রহমান রতন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155694