লালমনিরহাটে বিজিবি’র অভিযানে পিস্তল ও গুলি উদ্ধার

লালমনিরহাটে বিজিবি’র অভিযানে পিস্তল ও গুলি উদ্ধার

‎লাললালমনিহাট প্রতিনিধি: নির্বাচনকে ঘিরে লালমনিরহাটের সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে একটি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি-১৫।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে লালমনিরহাট ব্যাটালিয়ন’র একটি বিশেষ টহলদল সীমান্তবর্তী মোগলহাট বিওপির কাছে মুনিয়ারচর ফলিমারি এলাকায় পরিচালনা করে। এসময়  বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে একটি ব্যাগ ফেলে রেখে অন্ধকারে পালিয়ে যায় চোরাচালানকারীরা।

পরে পলিথিনে মোড়ানো অবস্থায় ইউএসএ তৈরি একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও একটি রাউন্ড গুলি (মালিকবিহীন) উদ্ধার করে তারা। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লালমনিরহাট সদর থানায় জমা দেওয়া হয়।

লালমনিরহাট ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিজিবি মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশের নির্দেশনায় সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্যের চোরাচালান রোধে গোয়েন্দা তৎপরতা ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন’র দায়িত্বপূর্ণ এলাকায় অবস্থিত ৩টি সংসদীয় আসনের অন্তর্ভুক্ত ৫টি উপজেলায় মোট ১৯টি প্লাটুন মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155690