বগুড়ায় বিপুল পরিমাণ ধারালো অস্ত্র ও মাদকসহ নারী গ্রেফতার
স্টাফ রিপোটার : জেলা গোয়েন্দা শাখা, (ডিবি) বগুড়া’র বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম ও মাদক বিক্রির এক হাজার নয়শ চল্লিশ টাকাসহ একজন নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে শহরের চকসুত্রাপুর কসাইপাড়ায় অভিযান চালিয়ে এগুলো অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।
ডিবি সূত্র জানায়, বগুড়া জেলা পুলিশ সুপার মোঃ শাহাদাত হোসেন, পিপিএম এর নির্দেশনায় বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোস্তফা মঞ্জুর,পিপিএম-সেবা এর নেতৃত্বে ওসি ডিবি বগুড়া মোঃ ইকবাল বাহারসহ বগুড়া ডিবি ও সদর থানা পুলিশের যৌথ টিম সেখানে এই অভিযান চালায়।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযানকালে চকসূত্রাপুর কসাইপাড়া এলাকায় মোঃ হযরত আলী স্ত্রী শিলা বেগম (২৭)কে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত ৩১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির এক হাজার নয়শ চল্লিশ টাকা উদ্ধার করা হয়।
এছাড়া ধৃত আসামির বাড়ি তল্লাশি করে তার দেখানো মতে ২টি রামদা, ২টি ছোরা, ১টি বাইশলা, ১টি চাইনিজ কুড়াল, ৩টি স্টীলের চাপাতি, বিভিন্ন ডিজাইনের সর্বমোট ১১টি বার্মিজ চাকু, ১টি স্টিলের এসএস পাইপ, ৪টি মোবাইল ফোন, ৫টি ফেনসিডিলের খালি বোতল, ১৯ বোতল অটোসিল সিরাপ, ৮০ পিস সেডিল ট্যাবলেটসহ মাদক সেবনের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে জব্দ করা হয়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155681