রাউজানে নলকূপের গর্তে পড়া শিশু উদ্ধার, হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা

রাউজানে নলকূপের গর্তে পড়া শিশু উদ্ধার, হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা

চট্টগ্রামের রাউজান উপজেলায় নলকূপের গর্তে পড়ে যাওয়া পাঁচ বছর বয়সী শিশু মিসবাহকে উদ্ধার করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) রাত আনুমানিক ৮টা ২৫ মিনিটে দীর্ঘ উদ্ধার অভিযানের পর তাকে গর্ত থেকে বের করে আনা হয়।

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আবদুল মান্নান বলেন, শিশুটিকে গর্ত থেকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

 
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155679