‘মায়া পাখি’তে শাহেদ শরীফ খানের সঙ্গে নীহা
অভি মঈনুদ্দীন ঃ এই সময়ে এসে নাটকে বেশ ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় অভিনেতা শাহেদ শরীফ খান। এরইমধ্যে তারসঙ্গে এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী নাজনীন নীহা জাকারিয়া সৌখিনের ‘মায়া পাখি’ নাটকে অভিনয় করেছেন। নাটকে দেখা যাবে শাহেদ ও নীহা একই অফিষে চাকুরী করেন। এক সময় তাদের দু’জনের মধ্যে একটা সম্পর্কের সৃষ্টি হয়-এমনটাই জানালেন শাহেদ শরীফ খান।
এদিকে আজ শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন শাহেদ শরীফ খান। সেখানে টানা ন দু’দিন তিনি নারগিস আক্তারের পরিচালনায় ‘ইচিং বিচিং ডেটিং’ নামের একটি নাটকের কাজ করবেন। নাটকটি রচনা করেছেন আব্দুল্লাহ জহির বাবু।
শাহেদ শরীফ খান বলেন,‘ জাকারিয়া সৌখিনের মায়া পাখি নাটকটির গল্প খুউব সুন্দর। কাজটি করে খুউব ভালোলেগেছে আমার। নীহা এই প্রজন্মের শিল্পী, বেশ ভালো অভিনয় করে। আর নারগিস আপা একজন গুনী নির্মাতা। তার নির্মিত বহু তথ্যচিত্র, নাটক এবং সিনেমা এদেশের মানুষকে মুগ্ধ করেছে আবার নানানভাবে সচেতনতও করে তুলেছে। যেমন তার নির্মিত মেঘলা আকাশ, চার সতীনের ঘর, মেঘের কোলে রোদ-এগুলো দর্শকপ্রিয় সিনেমা। দীর্ঘদিন পর তিনি নির্মাণে এসেছেন। তার নির্দেশনায় একেবারেই এই প্রজন্মের একটি গল্পের নাটকে কাজ করছি। আশা করছি কাজটি ভালো হবে।’
কিছুদিন আগেই শাহেদ শরীফ খান শহীদুজ্জামান সেলিমের সঙ্গে ‘বাবার চোখে জল’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন। নাটকটি নির্মাণ করেছেন মাইনুল হাসান খোকন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155673