মঠবাড়িয়ায় মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

মঠবাড়িয়ায় মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

পিরোজপুরের মঠবাড়িয়ায় সামরিক গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে দেশীয় অস্ত্র ও মাদকসহ তিন সংঘবদ্ধ সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী। 

আজ বুধবার (২৮ জানুয়ারি) ভোর ৫টার দিকে মেজর মোস্তফা কামাল এর নেতৃত্বে মঠবাড়িয়ার তুষখালী এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করে।

আটকরা হলেন— মঠবাড়িয়া উপজেলার তুষখালী গ্রামের আফজাল হোসেনের ছেলে মো. রাকিব (২৪), একই ইউনিয়নের ছোট মাছুয়া গ্রামের মো. মিলনের ছেলে আসাদ (২৬) ও ফুল মিয়া হাওলাদারের ছেলে নুর আলম (৩২)।

এ সময় আটকদের কাছে মজুদকৃত ১১০ পিস ইয়াবা, ২০ গ্রাম গাঁজা, ৩টি রামদা, ১টি রেঞ্জ, ৩টি কাচি, ফয়েল পেপার, ১ সেট ওয়াকি-টকি, ৩টি গ্যাস লাইট, ৩টি স্মার্টফোন সেট, ২টি বাটন ফোন সেট, ১টি জাতীয় পরিচয়পত্র এবং ২টি দা জব্দ করা হয়।

মঠবাড়িয়া সেনা ক্যাম্পের মেজর মোস্তফা কামাল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়ার তুষখালী ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। আটকৃতদের নিকট হতে দেশীয় অস্ত্র, মাদক, মোবাইলসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।

তিনি আরো জানান, এলাকায় মাদক নির্মূল ও জননিরাপত্তায় সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155672