যা বললেন শবনম ফারিয়া
করতোয়া বিনোদন: জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া অভিনয়ে এখন অনিয়মিত। তবে সামাজিক মাধ্যমে তিনি বেশ সরব। সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে মতামত প্রকাশ করতে দেখা যায় তাকে। এবার আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে স্ট্যাটাস দিয়েছেন এই অভিনেত্রী। ঢাকা-৮ আসন ও নিজের ভোটের আসন শান্তিনগর নিয়ে লেখা পোস্টে আক্ষেপ প্রকাশ করেছেন তিনি।
এক পোস্টে অভিনেত্রী লিখেছেন, শান্তিনগরে ২৪/৭ জ্যাম এটা নিয়ে আমার কোনো দুঃখ নাই, কিংবা আমার এলাকার কোনো এক মেয়ে জায়েদ খানের ছবি এমবুশ করা বালিশে ঘুমায়, এটা নিয়েও আমার কোনো কষ্ট নাই। আমার কষ্ট একটাই, শান্তিনগর ঢাকা-৮ আসনে পড়ে আর আমি সেই আসনের ভোটার। অভিনেত্রীর পোস্টে সহমত প্রকাশ করেছেন নেটিজেনরা।
প্রসঙ্গত, ঢাকা-৮ আসন থেকে জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন বিএনপির নেতা মির্জা আব্বাস, এনসিপির নাসিরউদ্দিন পাটওয়ারী, আলোচিত মডেল মেঘনা আলম। মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর থানা নিয়ে এ আসন গঠিত।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155639