কেন ‘ভাইয়া’ ডাকলে খুশি হয় পুরুষেরা ?

কেন ‘ভাইয়া’ ডাকলে খুশি হয় পুরুষেরা ?

লাইফস্টাইল ডেস্ক : এটা ভুল হবে যদি বলা হয়, পুরুষরা ‘ভাইয়া’ ডাক পছন্দ করেন শুধু বয়স লুকানোর জন্য। আসলে বিষয়টা বয়সের চেয়ে গভীর। বয়স মানেই সমাজে কিছু প্রত্যাশা কমে যাওয়া এই ধারণাটাই অনেককে অস্বস্তিতে ফেলে।
‘ভাইয়া’ শব্দটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে সক্রিয়, কর্মক্ষম, এখনও দৌড়ে চলা একজন মানুষ। অন্যদিকে ‘আঙ্কেল’ শব্দটা অনেক সময়ই বয়সের ভার, ক্লান্তি আর অবসরের ইঙ্গিত বহন করে।

অনেক পুরুষের কাছেই ‘আঙ্কেল’ ডাক মানে যেন সামাজিকভাবে এক ধাপ পিছিয়ে যাওয়া। এটা শুধু বয়সের কথা নয়, বরং প্রাসঙ্গিকতা হারানোর ভয়। তাই ‘ভাইয়া’ ডাকের ভেতর তারা খুঁজে পান নিজেদের এখনও প্রাসঙ্গিক, এখনও গ্রহণযোগ্য হিসেবে দেখার নিশ্চয়তা।

এ বিষয়ে মনোবিজ্ঞানী নুজহাত রহমান বলেন, ‘আঙ্কেল’ এবং ‘ভাইয়া’ ডাকের মধ্যে মূলত কিছু সামাজিক এবং মানসিক ইঙ্গিত লুকিয়ে থাকে। আমাদের সংস্কৃতিতে ‘আঙ্কেল’ ডাক সরাসরি বয়সের সঙ্গে সম্পর্কিত হলেও, ‘ভাইয়া’ ডাকটা একটু ভিন্ন অর্থ বহন করে। আমরা দেখেছি, নির্বাচনী প্রার্থীরাও সাধারণভাবে সবাইকে ‘ভাই’ বলে সম্বোধন করা হয়। যেমন-‘আমার ভাই, তোমার ভাই’ যা মূলত সমতার ইঙ্গিত দেয়।

তিনি আরও বলেন, ভাই ডাকার মধ্যে একটি সামাজিক সমতা প্রকাশ পায়, যা সম্পর্ককে ঘনিষ্ঠ করে। আরও একটি বিষয় হলো, এই সম্বোধন কেবল বয়স প্রকাশের জন্য নয়। মানুষের মধ্যে একটি চিরন্তন মানসিক প্রবণতা থাকে তরুণত্ব ধরে রাখার, বয়স যতই বাড়ুক না কেন। মানসিকভাবে মানুষ সবসময় তার যুবাবস্থা বা তরুণ থাকার অনুভূতি বজায় রাখতে চায়।

‘আঙ্কেল’ ডাকের সঙ্গে জুড়ে দেওয়া হয় দায়িত্ব কমে যাওয়া, সিদ্ধান্তের কেন্দ্র থেকে সরে যাওয়া কিংবা তরুণদের জায়গা ছেড়ে দেওয়ার এক নীরব বার্তা। বিপরীতে ‘ভাইয়া’ সম্বোধন এখনও সমান মর্যাদা, সমান অংশগ্রহণের অনুভূতি দেয়।


পুরুষদের বড় করে শেখানো হয় তাদের শক্ত থাকতে হবে, সক্রিয় থাকতে হবে, নেতৃত্বে থাকতে হবে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই ধারণাগুলোর সঙ্গে একটা দ্বন্দ্ব তৈরি হয়। তখন ‘ভাইয়া’ সম্বোধন যেন সেই পুরুষত্ববোধকে একটু হলেও টিকিয়ে রাখে। এটা অহংকার নয়, বরং আত্মপরিচয়ের প্রশ্ন। মানুষ যেমন আয়নায় নিজেকে তরুণ দেখতে চায়, তেমনি শব্দের ভেতরেও সে নিজের পরিচয়ের প্রতিফলন খোঁজে।

রাজনীতির ক্ষেত্রেও এই সম্বোধনের গুরুত্ব কম নয়। ‘ভাইয়া’ ডাকের মধ্যে একধরনের ঘনিষ্ঠতা, আপনত্ব আছে। এতে নেতা ও অনুসারীর মধ্যে দূরত্ব কমে। তরুণদের সঙ্গে সংযোগ তৈরি হয় সহজে। ফলে জনপ্রিয়তার রাজনীতিতে ‘ভাইয়া’ শব্দটা অনেক বেশি কার্যকর। এই জায়গা থেকেই তারেক রহমানের মন্তব্য অনেকের কাছে শুধু ব্যক্তিগত পছন্দ নয়, বরং সামাজিক বাস্তবতার প্রতিফলন হিসেবেও ধরা পড়ে।

‘ভাইয়া’ না ‘আঙ্কেল’ এই বিতর্ক আসলে বয়স নিয়ে নয়, আত্মপরিচয় নিয়ে। মানুষ চায় তাকে তার শক্তি, সক্ষমতা আর উপস্থিতির জায়গা থেকে দেখা হোক, বয়সের সংখ্যা দিয়ে নয়। তাই পুরুষরা আঙ্কেলের চেয়ে ভাইয়া ডাক পছন্দ করেন; এটা হাসির বিষয় নয়, বরং আমাদের সমাজের বয়সবোধ, গ্রহণযোগ্যতা আর প্রাসঙ্গিকতার মনস্তত্ত্ব বোঝার একটা জানালা। সম্ভবত তাই, একটা ছোট্ট সম্বোধনই এত বড় আলোচনা তৈরি করতে পারে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155619