প্লেব্যাক ছাড়ার কারণ জানালেন অরিজিৎ সিং
বিনোদন ডেস্ক : প্লেব্যাক গান থেকে অবসর নেয়ার ঘোষণা দিয়ে সংগীতপ্রেমীদের চমকে দিয়েছিলেন অরিজিৎ সিং। তবে এবার সেই সিদ্ধান্তের পেছনের আসল কারণ নিজেই খুলে বললেন এই জনপ্রিয় কণ্ঠশিল্পী।
জানালেন, তিনি সংগীত ছাড়ছেন না বরং নিজেকে নতুন করে খুঁজতেই এই বিরতি। ইয়ন থেকে জানা যায়, মঙ্গলবার (২৭ জানুইয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে অবসরের ঘোষণা দেয়ার পর ভক্তদের নানা প্রশ্নের মুখে পড়েন অরিজিৎ। পরে নিজের ব্যক্তিগত এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে তিনি স্পষ্ট করেন, প্লেব্যাক সিঙ্গিং থেকে সরে গেলেও সংগীতচর্চা চালিয়ে যাবেন।
প্রথম পোস্টে অরিজিৎ লেখেন, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। এত বছর ধরে শ্রোতা হিসেবে যে ভালোবাসা পেয়েছি, তার জন্য কৃতজ্ঞ। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি এখন থেকে প্লেব্যাক ভোকালিস্ট হিসেবে আর কোনো নতুন কাজ নিচ্ছি না। এখানেই থামছি। যাত্রাটা ছিল দারুণ। এরপর আরেকটি পোস্টে তিনি যোগ করেন, ঈশ্বর আমার প্রতি খুবই দয়ালু ছিলেন। আমি সবসময় ভালো সংগীতের ভক্ত। সামনে আরও শেখার ইচ্ছে আছে, নিজের মতো করে ছোট একজন শিল্পী হিসেবে কাজ করতে চাই।
ভক্তরা যখন অবসরের কারণ জানতে চান, তখন অরিজিৎ খোলাখুলি বলেন, এর পেছনে একটিমাত্র কারণ নেই। অনেকদিন ধরেই আমি এটা করতে চাইছিলাম। অবশেষে সাহসটা জোগাড় করতে পেরেছি। এরপর অকপটে স্বীকার করেন, একঘেয়েমি তার সিদ্ধান্তের বড় কারণ। তিনি বলেন, আমি খুব দ্রুত বোর হয়ে যাই। তাই একই গান মঞ্চে ভিন্নভাবে গাই, নতুন অ্যারেঞ্জমেন্ট করি। সত্যি বলতে কী আমি বোর হয়ে গেছি। বেঁচে থাকার জন্য আমাকে অন্য ধরনের সংগীত করতে হবে। অরিজিতের সিদ্ধান্তের আরেকটি দিকও রয়েছে। তিনি বলেন, আমি চাই নতুন কণ্ঠ উঠে আসুক। কোনও নতুন গায়ক আমাকে অনুপ্রাণিত করুক এই উত্তেজনাটাই এখন বেশি টানে।
তার মতে, সংগীত এগিয়ে যায় নতুন কণ্ঠ আর নতুন ভাবনার মাধ্যমে, আর সেটার জন্য জায়গা করে দেয়া দরকার। অরিজিৎ আশ্বস্ত করেছেন, সংগীত থেকে পুরোপুরি বিদায় নিচ্ছেন না। বরং ফিরতে চান নিজের শিকড়ে। তিনি বলেন, আমি আবার ভারতীয় ধ্রুপদি সংগীতে ফিরতে চাই। নতুন করে শুরু করতে চাই। নিজের সংগীত নিজেই তৈরি করব। প্রস্তুত হলেই শ্রোতাদের সামনে নিয়ে আসব। তিনি আরও জানান, কিছু অসমাপ্ত কাজ রয়েছে, সেগুলো শেষ হওয়ার পর ২০২৬ সালে কয়েকটি নতুন গান প্রকাশ পেতে পারে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155609